জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... পলাশ নামে যে ছেলেটি নিহত হয়েছে সে আমার আপন চাচাতো ভাইয়ের ছোট ছেলে। তার বাবা এখন আমেরিকাতে আছে।
রোববার সন্ধ্যার পর ২টি টিউশনি করে বাসায় ফেরে মিরপুর বাঙলা কলেজের মেধাবী ছাত্র তৌহিদুর রহমান পলাশ। ফুরফুরা শরিফ মসজিদে নামাজে যাওয়ার জন্য খাওয়া-দাওয়া শেষ করে সাদা পাঞ্জাবি গায়ে দেয়। পলাশ মিরপুর বাঙলা কলেজের পদার্থ বিজ্ঞানের (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
রেলওয়ের সাবেক কর্মচারী মুজিবুর রহমানের পাঁচ ছেলেমেয়ের মধ্যে সবার ছোট পলাশ। রাজধানীর মিরপুরের দারুসসালামের ১৬/এ, তাদের বাসা। নিহত পলাশের মা শাহানুর বেগম বারবার বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন। এলাকাবাসী জানান, পলাশকে এলাকাবাসী খুবই ভালো ছেলে বলেই জানেন। তারা জানান, পলাশ ডাকাত হতে পারে না।
তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
তার জন্য আপনারা দোয়া করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।