আমাদের কথা খুঁজে নিন

   

আমিনবাজারে সংঘর্ষ-ভাংচুর, আটক ৯

এ সময় বিরোধী দলের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
সাভার থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে কিছু লোক আমিনবাজার এলাকায় জড়ো হয়ে বাস ভাংচুর করে। তাদের বাধা দিতে গেলে পুলিশের ওপর চড়াও হয় অবরোধকারীরা। পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে তারা।


পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ঘটনায় নয় জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি মোস্তফা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন ও গোলাম মুজতবা ধ্রুব জানান, শতাধিক পুলিশ আমিনবাজার ব্রিজের উপর অবস্থান নিয়েছেন। ঘটনার পর আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।