আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়া আমাকে মাফ করে দিও

ভাইয়া আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বাচাঁতে পারিনি। তোমাকে নিয়ে করা তোমার জীবনের শেষ ভিডিও টা দেখতে পারিনি। আমার সাহসে কুলায়নি ভাইয়া। আমি কি করবো বলো? আমার যে ঠিক তোমার বয়সি একটা ভাই আছে। তোমার মতনি ওর বয়স ও ১৬ বছর।

তোমার মতনি হ্যাংলা-পাতলা। তুমি যে স্যানডেল পরেছিলে ঠিক সেই রকম বড় ছই ওয়ালা স্যানডেল আমার ভাইটাও শখ করে কিনেছে। আমি শুধু পেপার এ তোমার ছবি দেখেছি। তোমাকে গাড়ি থেকে নামিয়ে দেয়ার ছবি। ঐ পশু গুলো তোমাকে মারছিলো তার ছবি।

তোমার ছোট্ শরীর টাকে ঔ পশুগুলো যেভাবে রেখেছিলো তার ছবি। আমাকে মাফ করে দিও ভাই। আমাকেও ঐ পশুগুলোর মত মানুষ বলে। আমি নিজেকে কখোনো মাফ করতে পারবোনা কারন আমিতো তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারিনি। যখন তুমি একটু বাচাঁর আশায় আমাকে খুজঁছিলে আমি তখন চোখ বুজে শুয়ে ছিলাম।

তুমি জানো যেদিন তুমি চলে গেলে সেদিন আমার ভাইয়ের ১৬তম জনমদিন। তোমার মতন কষ্টে ওর জীবন কাটেনা। ভালো থাকে, ভালো খায়, ভালো স্কুলে পরে। তারপরেও যেনো তোমাদের কোথায় মিল। বোধহয় তোমাদের চোখে।

তোমাদের নিস্পাপ মুখটায়। তোমাদের বেচেঁ থাকার আকুতিতে। আমি কখোনো ভুলতে পারবোনা তোমার চোখ, তোমার চেহারাটা, তোমার ছোটো্ শরীরটার উপর পড়া আঘাতগুলোর কথা আর আমার অসহয়তার কথা। আমার রাতের ঘুমগুলো তোমার সাথেই কোথাও লুকিয়ে গেছে। কারন আমি ভাবতে পারিনা একজন মানুষ এর থেকে আর কতো কস্ট পেয়ে যেতে পারে।

ভাবতে পারিনা তোমার বয়সের একটা ছেলে সেই সময় কি ভাবছিলো। একফোটাঁ পানি, একটিবার মা কেও তুমি দেখতে পাওনি। আমাকে মাফ করে দাও ভাই। কি ভয়াবহ কস্ট তোমাকে পেতে হলো। আমি জানি যারা তোমার সাথে এমন পশুর মতো আচরন করলো তাদের কিছুই হবেনা কিন্তু মনে রেখো তাদের উপর আমার মতন বোনদের অভিশাপ পড়বে।

তারা কোনদিন শান্তি পাবেনা। আমার ভাই কে যেভাবে কস্ট দিয়েছে ঠিক সেভাবে তাদের আপনজনদের কস্ট পেতে হবে। তুমি শান্তিতে ঘুমাও ভাইয়া। উপরে যদি কেউ থাকেন তোমার সব কস্ট মুছে দিবেন আর তোমার সাথে থাকলো আমার মতন বোনদের ভালোবাসা। আমাকে মাফ করে দিও ভাইয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।