যার আছে তার হারানোর ভয় ও আছে, যার নাই তার হারানোর ভয় ও নাই একদিন এক রাতে আমি নানাভাইয়ের সাথে নানাভাই করে প্রশ্ন বলি আমি কর ক্ষান্ত কর তুমি এমন প্রশ্ন উত্তর দেওয়ামহা কষ্ট নানা বলে নাতি আমার বুদ্ধি খাটাও তুমি এবার মনযোগ দিয়ে শুন প্রশ্ন উত্তর হবেনা বর কষ্ট এক গাছেতে ১০ টি পাখি সবুজ তাদের রং নানান খেলায় মেতে তারা করছে নানান ঢং এমন সময় এল এক নিষ্ঠুর শিকারী কাপলনা হাত একটু তার করতে পাখিদের উপর গুলি সবুজ পাখি মারা গেল একটি বন্দুকের গুলিতে রইল পাখি আর কয়টি ঐ গাছেতে বললাম আমি সহজ প্রশ্ন ৯টি পাখি হল উত্তর নানা বলে নাতী আমার শুন আমার কথা হবেনা তোমার অন্কের উত্তর এইটা একটি ধাধা গুলির শব্দে পাখিগুলো সব চলে গেছে উড়ে শুন্য এখন পাখিগুলো গাছের নেই তারা নীড়ে। ( আজ তুমি নেই আমাদের মাঝে খুব মিস করি তোমায়। আল্লাহ তোমায় বেহেসত নসিব করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।