আমাদের কথা খুঁজে নিন

   

পুনঃ প্রকাশিত আত্মার প্রাসাদ থেকে

ধিক্কার তাদের যারা স্বার্থপরতা, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতায় মানুষকে পরাজিত করতে চায়..... আনন্দের মতো কতগুলি ঘৃণা আর কঠিন মৌনতা ঘিরে আমি হৃদয় অরণ্যে ফোটালাম গ্রেনেডের ফুল তুমি বিস্ফোরিত হয়েছিলে তখন আত্মায়। অবিশ্বাসী ষাঁড়ের শিঙে তুমি দুলেছিলে অনুবীজের রহেস্যে, সাতটি দুঃখ আর আটটি আনন্দে নিরাশায় মেতে ছিলো মানুষ তোমাকে ঘিরে। জলপ্রপাতের ঢেউ থেকে মালভূমি এমন কি নিষেধের অবাধ্যতায় আমিও সংজ্ঞাবিহীন সমুদ্রের আরাধনা শুনে বুঝে নিই হিসাবের কোলাহল। ভোগ বিলাসের ইন্দ্রজাল ছিঁড়ে ফেলে আমি ভাঙা চাঁদে শুয়ে থাকি আর সীমাহীন আত্মার পরিধি জুড়ে কেঁপে ওঠে ভালবাসার পৃথিবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।