আমাদের কথা খুঁজে নিন

   

পুনঃ বিবেচনা



এসো, আজ শব্দ করো - বুকের ভিতরের নদী গুলোকে নামিয়ে দাও সাগরে। এক এবং একাধিক। অতঃপর বিচ্ছিন্ন আমি'তে এসে বহুকিছু রঙ লেগে গেছে- গোধূলীকে ছঁুয়ে সে রঙ মিশিয়ে দাও। বিন্দুতে এসে দ্যাখো - ঘূর্নির গভীরে, কে বসে আছে। জানা হয়ে গেলে, কোলাহল থেকে দূরে, ভাবনারা কোথায় হারায় - শূণ্যতা কাঁপিয়ে তারপর কিছু শব্দ ছুটে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।