ইদানিং কলেজগুলো বিশ্ব বিদ্যালয়ে রুপান্তরের আন্দোলনে বেশ জমো জমো ভাব। ইডেন কলেজ, ঢাকা কলেজ। অন্য কলেজ গুলোর ছাত্র শিক্ষক হয়তো প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তবুও ইডেন কে বিশ্ববিদ্যালয় করা উচিত কিনা ভাবা দরকার। তারপর বাংলা কলেজ, বোরহানুদ্দীন কলেজ সবাই দাবি তুলবে।
নতুন বিশ্ববিদ্যালয় এর বিপক্ষে নই। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু ইটের দালান নয়। জগন্নাথ এর তাজা উদাহরন আমাদের সামনে। এরকম আর দু চার খানা ভার্সিটি সৃষ্টির পর যখন নানা প্রয়োজনে আন্দোলনে নামবে তখন ঢাকার অবস্থা খানা কি হবে।
ছাত্র শিক্ষক এর অনুপাত ৪০:১ হওয়া উচিত।
সরকারি কলেজ গুলোতে মনে হয় এখন আছে ১৫০:১। ভয়ংকর। জাতীয় বিশ্ববিদ্যালয় আয় বাড়ানোর জন্য যত খুশি বিষয় খোলা বা ছাত্র ভর্তি করা মনে হয় উচিত নয়। নিজের ভারের কারনেই আজ এটা নুয়ে পড়েছে। ইডেনে ২২ টি বিভাগ , ৩৫০০০ ছাত্রী, আর শিক্ষক ২৪০জন আছেন ।
ভার্সিটি কলেজ গুলো থেকে এইচ এস সি তুলে দেয়া উচিত( যদিও শিক্ষক রা চাইবেননা , বাসায় ব্যচের ছাত্র কম পড়ে গেলে,) তবে কলেজ ভার্সিটি গুলোর অবস্থা কিছু উন্নতি হবে। জট কমানো সম্ভব হবে।
নারায়ন গঞ্জ জেলায় একটি ভার্সিটি প্রয়োজন। তা বিবেচনায় রেখে এবং ঈডেন কলেজ ,ঢাকা কলেজ এর দাবি মাথায় রেখে সেখানে স্থাপিত হোক ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয়, নারায়ন গঞ্জ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।