আমাদের কথা খুঁজে নিন

   

যাঁদের সাক্ষাতে রাব্বুল আ’লামিনের স্মরণ জাগে............

আমি এই আমাকে খুঁজে ফিরি সবার মাঝে………………….. তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেটাকেই পছন্দ করে যা সে নিজের জন্য ভালো মনে করে। আল-হাদিস হিন্দুস্থানের কান্ধালার এক আল্লাহ্‌ওয়ালা বুজুর্গ হযরত মাওলানা মুজাফফার হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে বোঝা মাথায় এক বৃদ্ধের সাথে সাক্ষাত। বৃদ্ধের বোঝাটি ছিল একটু ভারী। চলতে তাঁর খুব কষ্ট হচ্ছিল।

মাওলানা সাহেব বৃদ্ধের এ অবস্থা দেখে তার বোঝাটি নিলেন এবং তাকে তার গন্তব্য স্থানে পউছে দিলেন। গন্তব্যে পৌঁছে বৃদ্ধ কৃতজ্ঞতার স্বরে জানতে চাইলেন, মিয়াঁ! তুমি কোথায় থাক? তিনি বললেন, আমি কান্ধালায় থাকি। বৃদ্ধ বললেন সেখানে তো মৌলবী মুজাফফর হুসাইন নামে একজন বড় ওলী আল্লাহ্‌ রয়েছেন, তিনি অনেক বড় বুজুর্গ, অনেক তাঁর...... মোটকথা বৃদ্ধ তাঁর অনেক গুণকীর্তন করলেন। মাওলানা সাহেব বললেন, তার মধ্যে সে রকম বিশেষ কিছুই নেই, তবে সে নামায পড়ে থাকে। বৃদ্ধ বিরক্তির সাথে বললেন, আরে মিয়াঁ! এত বড় বুজুর্গ সম্পর্কে এমন কথা বলছ? মাওলানা সাহেব বললেন, আমি ঠিকই বলছি।

বৃদ্ধ তাঁর প্রতি বিরক্ত হলেন। ইতিমধ্যে সেখানে এক ব্যক্তি উপস্থিত হল, সে মাওলানা সাহেবকে চিনতো। লোকটি বৃদ্ধকে বলল, তুমি তো বেশ ভালো মানুষ! ইনিই তো মাওলানা মুজাফফর। বৃদ্ধ অপ্রত্যাশিত আনন্দ- লজ্জায় মাওলানা সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আর মাওলানা সাহেবও তার সাথে কাঁদলেন।

[উম্মুল আমরায/ শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া (রাহঃ)] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.