আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
মাস দুয়েক আগে প্রথম আলো, কালের কন্ঠ সহ বেশ কয়েকটি দৈনিকে শেখ হাসিনার বিশাল কলাম ছাপে। ভালোর পসরার শিরোণামে উনি লেখেন তার ২ বছরের সীমাহীন সাফল্য। দেশের মানুষ ৩ বেলা নয় বরং ৪ বেলা পেট ভরে খাওয়া খায়। আর নিন্দুকদের সমালোচনা করে হাসিনা উষ্মা দেখান যে এই মেয়াদে তিনি এত ভাল কাজ করার পরও কেন এত সমালোচনা। প্রকারন্তরে বুঝালেন যে আমি দ্বিতীয় মেয়াদের শুরু হতে অসংখ্য ভাল কাজ করে এসেছি এর চেয়ে আরো ভাল কি চাও তোমরা?
এবার আসি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
২০০৯ সালে যাওয়ার দরকার নেই। কয়েক মাস আগে ঝালকাঠির নিরীহ লিমনকে যখন RAB পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাকে পঙ্গু করে দিল তখন সে সরকারের অনুকম্পাতো দূর উল্টো RAB তার বিরুদ্ধে ফৌজদারী মামলা করল। আর স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বললেন তার নাকি কিছু করার নেই। যে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সূনির্দিষ্ট অপরাধ, র্দূনীতির ডজনেরও বেশী মামলা দেদারসে প্রত্যাহার হয় সেখানে সাধারণ মানুষের মামলা প্রত্যাহার যেন পর্বত সরানোর মতই কঠিন। তারপর ঢাবির মেধাবী ছাত্র কাদেরকে পুলিশ স্রেফ সন্দেহবশত গ্রেফতার করে চাপাতি দিয়ে পা কুপিয়ে তাকে আহত করল।
সে এখন ঠিক মত হাটতে পারে না। এই ঘটনার রেশ যেতে না যেতেই নোয়াখালীতে ১৬ বছরের মিলনের মোবাইল ফোন ও টাকা লুট করার জন্য তাকে প্রভাবশালী ও পুলিশ মিলে তাকে ডাকাত সাজিয়ে জনতাকে দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করল। এখন শোনা যাচ্ছে সেখানকার পুলিশের একটি অংশ তাকে ডাকাত সাজাতে সক্রিয়। আর গতকাল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিনতাই করতে গিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে সেখানকার প্রক্টর-শিক্ষকবৃন্দ ধরে বিচার করতে গেলে তাদের দলীয় সংগী সাথীরা একজোট হয়ে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সেই প্রক্টর ও শিক্ষকদের পিটাল। ছাত্রলীগ ছিনতাই করছে এই অপরাধবোধতো দূল উল্টো প্রক্টর-শিক্ষকদের শাসাচ্ছে তোরা কেন আমাদের আটক করলি এবং মূচলেকা চাইছে ভবিষ্যতে যেন তাদের কাজে বাধা দেওয়া না হয়।
তথা ছাত্রলীগদের যারা টেন্ডার ও চাদাবাজি করতে পারে না তারা এখন ছিনতাই করার লাইসেন্স চাচ্ছে। কারণ দেখছে যে অন্যরা যদি টেন্ডার-চাদাবাজি করে দেদারসে অর্থ কামাচ্ছে আমরা কেন বসে থাকব! তাই এখন তাদেরকে নিরীহ জনগণকে লুট করে অর্থ কামাতে দিতে হবে। এই যখন দেশের অবস্থা তখন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো;
Click This Link
তাই বলছি যে দেশের প্রধানমন্ত্রী জোর গলায় দাবী করছেন দেশের মানুষ ৪ বেলা পেট ভরে খায়, তা যদি সত্যিই হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রীর আইন-শৃঙ্খলা ভাল থাকার দাবী কি ভুল? ব্লগার ভাইগণের কাছে আমার এই প্রশ্ন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।