আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানী হত্যার এক বছর

আমার সম্পর্কে আমিই জানিনা দেখতে দেখতে ফেলানী হত্যার এক বছর হয়ে গেল। বছর পুর্তি উপলক্ষে আবার একটু আলোচনা, সমালোচনা, সভা, সেমিনার কত কিছু হবে। তারপর আবার আরেক ফেলানী না মরা পর্যন্ত অপেক্ষা। এভাবেই আমাদের জীবন চলে। কিন্তু এর কি কোন সমাধান নেই? ফেলানীরা কি কখনোই বিচার পাবেনা। আমরা কি সারা জীবন বি এস এফ এর টার্গেট প্র্যাকটিসের গিনিপিগ হয়েই থাকব? তাহলে আমাদের স্বাধীনতা অর্জন করে লাভ হল কি? আমার এখন র‌্যাব কে দেখলে ভয় লাগে যদি লিমনের মত পা হারাতে হয়? আবার পুলিশ কে দেখলেও ভয় লাগে আমাকে যদি মিলনের মত ডাকাত বানিয়ে উন্মত্ত জনগনের হাতে তুলে দেয়? আর ফাকা জায়গায় যেতে সাহসেই কুলায় না যদি আবার মানুষ আমাকে ডাকাত ভেবে গনপিটুনি দেয়। আমি তাহলে কোন যুগে বাস করি। নাকি ফেলানীর মত আমিও একদিন কোনখানে ঝুলে থাকব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.