আমি সুন্দর দেশ গড়তে চাই
ফেলানীকে নিয়ে ভারত সরকার যে প্রতারণা করলো আমাদের সাখে তার বিরোদ্ধে কি আমাদের আন্দোলন করা উচিৎ ছিল না। এখান কি গণজারণমঞ্চের কানে পারি যায় না। তারা নাকি দেশে স্বার্থে সংগ্রাম করে। এটা কি দেশের স্বার্খ না। কেন এই নীরবতা গণজারণ মঞ্চের।
কেন এই রায়ের বিরোদ্ধে কোন প্রকার প্রতিবাদ করলো না। পুরোটাই ভন্ডামী। আন্দোলন তো আন্দোলনই। সেটা ফেলানী আর যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীদের ফাসি আমি কামনা করি,।
আমি গরীব ফেলানীর হত্যাকারীদের সুষ্ঠ বিচার ও শাস্তি চাই। সরকার কেন এই ব্যাপারে কোন প্রদক্ষেপ নেয় না। নাকি গরিব বলে। আসলে গরিব মানুষকে আল্লাহই দেখতে পারে না। মানিকবন্ধোপধ্যায় যে বলেছেন, "ইশ্বর থাকে ঐ ভদ্রপল্লীতে, আমাদের এইখানে তাকে খোজে পাওয়া যাবে না"।
এই কথাটা ১০০% সঠিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।