এত দিন সামুতে ঘুরলে শুধুই সেই সব মুভি রিভিও দেখেছি যেগুলির রেটিং অসাধারন, কাহিনি চিত্র নাট্য চরম। তাই ভাবলাম এইবার ঐ মুভির লিস্ট দিবাম যেই মুভি গুলান দেখলে আমারে সবাই খুইজা নিশ্চিত মাইর লাগাইতে চাইবেন। । মানে অন্যতম ভয়ঙ্কর ছিঃনেমা গুলি। এর ভিতরে কিছু মুভি আমার দেখার ভাগ্য আমার হইছে( এবং আপনাগো দোওয়ায় বাইচা গেছি।
। হার্ট এট্যাক হয় নাই)
১। Disaster Movie (2008)
কিছু সুপার হিরো মুভি গুলারে পচাইতে গিয়া নিজেই পইচা গেছে । । hancok, Batman, Hulk এর মত কিছু সুপার হিরোরে নিয়া মজা করতে গিয়া কিছুই হয় নাই।
কাহিনি আসলে বিভিন্ন মুভির combo parody কাহিনির মত। IMB এর rating এ worst movie of the decade। আমার নজরেও তাই।
২। Batman & Robin (1997)
এইডা আরেক খান মারকা মারা জিনিস।
Batman Trilogy যারা দেখছেন তারা এই মারকা মারা জিনিস দেখলে বুঝবেন কেন এই মুভির পর DC comics কেন এত দিন পর Batman মুভি করার permission দিইয়েছিল । George Clooney, Arnold Schwarzenegger, Uma Thurman, Chris O'Donnell, Alicia Silverstone and Michael Gough এর মত super start রা এই মুভি তে অভিনয় করছে কেমনে উপরওয়ালাই জানে। আমি sure এই সকল অভিনেতাদের জীবনের সবচে বাজে ছিনেমার একটা এই জিনিস(দুখিত এই মুভিটারে মুভি বইলা মুভির অপমান করতে মুন চায় না , তাই জিনিস বলাই ঠিক মনে হইছে । )
৩। The Incredibly Strange Creatures Who Stopped Living and Became Mixed-Up Zombies!!? (1964)
কত বড় নাম রে ভাই !!!! এই নাম দেইখাই মুভি খানা দেখতে গেছিলাম।
১৯৬৪ সালের মুভি। Zombie মুভি গুলা faul মুভির তালিকায় উপরের দিকেই থাকে তাই এই একটা মুভিরেই জায়গা দিলাম আমি । । নাইলে ১০ টার মাঝে ৬ টাই zombie মুভি হবে। এর মানে বুঝেন কি মুভি এইডা ।
। এই মুভির কাহিনি হইলো stripper আর এক পোলারে লইয়া। যারে এক gypsy ভবিষ্যৎ বানী করে লায়ক নাকি zombie হইব এবং gypsy আবার porn star মানে লাইকার বইন । । বুঝেন এইবার!!!!!
৪।
Birdemic: Shock and Terror (2010)
ঈগল পাখিরা পাগল হইয়া মানুষের উপরে ঝাপায় পড়ছে । এই হল সিনেমার কাহিনি। এই সিনেমা দেখে মনে হয়েছিল আমি ঝাপায় পড়ি হালার Director এর উপর। পুরাই আজাইরা মুভি।
৫।
Epic Movie (2007)
এইডা Disaster Movie এর মত আরেক খান মুভি। এইডা Disaster Movie তে যেই super hero গুলারে আনতে পারে নাই ওই গুলারে নিয়া মজা নিতে গিয়া নিজেই মজা হ্যে গেছে । । পুরাই লুল । Director এই মুভির হল একটা ভোঁদাই ।
পুরাই Disaster এই মুভিডা।
৬। Manos: The Hands of Fate (1966)
হরর মুভি। জী এই মুভি হরর মুভি হিসাবেই release পেয়েছিল। কিন্তু মুক্তির পর এই মুভি হরর কম কমেডি হিসাবে বেশি পরিচিত হয়েছিল ।
আসলে কোন কাহিনি হয় নাই এই মুভির।
৭। Battlefield Earth (2000)
Action, Sc-fiction টাইপ সিনেমা যেখানে alien রা মানুষ জাতিকে অত্যাচার করে এবং এর পর মানুষরাও এর প্রতিবাদে যুদ্ধ ঘোষণা করে। আদ্ভুত বাজে সিনেমা।
৮।
Hollywood Sex Wars
আমারে যদি কেউ লাখ টাকা দেয় তাও এই মুভি ২য় বার দেখবার চাইনা!!!! ভয়াবহ এক সিনেমা। । আমার লাইফে দেখা সবচেয়ে ভয়ংকরতম সিনেমা । নাম দেখে অনেকেই Excited হইয়া যাইইয়েন নয়া ভাইবেন না কি সিনেমারে ভাই। ।
আমার এক বন্ধু রে দিছিলাম দেখার জন্য। এবং দেখার পর ও পাগল হয়ে গেছিল আমারে মারার লাগি(আসলে ইচ্ছা করেই দিছিলাম । । একলা আমি কেন সহ্য করুম এই সিনেমা । ২-৪ টা রেও পাগল করে দিলাম ।
হে হে হে। )
এট লাস্ট, শেষ যে মুভি টার কথা বলব সেটা আবার কারো পছন্দ নাও হতে পারে (আমার ই এক কেলাস মেট আমারে কইছে আমি নাকি কোনটা আসল মুভি তাই জানি না যখন বলেছিলাম এইডা মুভি না এইডা একটা সার্কাস!!! )
৯। পাগলু (১ )
পাগলু সেই নাম যা আগের যে মুভি গুলির কথা বললাম ঐ গুলার বাপ । পাগলু ১ এর কাহিনি আমার ভার্সিটি খুবির খুব কাছের এক জুনিয়র ছোট ভাই জোর করে শুনিয়ে ছিল। কারন তারে আমি নাকি রেগ দিছিলাম তাই সেও আমারে রেগ দেওয়ার এই মোক্ষম অস্ত্র সে হারাইতে চায় নাই ।
প্রতিশোধ আর কি!!! এবং বলা যায় সে ২০০% সফল ।
পাগলু ১ এ নায়িকার বাপে হল usa congress man কিন্তু তারে দেখলে মনে হয় ওবামাও এত security নিয়া ঘুরে না , কম করে হলেও ২০ খান গাড়ি নিয়া ঘুরে with কালা চশমা ওয়ালা বডিগার্ড!!!! নায়কের নায়িকা যখন আমেরিকার দেশে উড়াল দেয় তখন নায়ক ও টেরাই করে। কিন্তু ছাগল – পাগলরে ambasy visa দিয়া বিপদে পড়তে চায় নাই । কিন্তু লায়ক বলে কথা তাও দেব বাবু !!!! এই underwear super heru রাস্তা ব্লগ করে হাই-কমিশনাররে পেরেম এর মুল্য বুঝাতে সফল হলেন এবং যথারীতি রাস্তাতেই ভিসা যোগাড় হয়ে গেল । এত সহজ আমেরিকার ভিসা পাওয়া যায় দেখে আমারও বিদিশ যাইতে মন চায়।
। এই কথা আমার ভাই রে বলার পর আমার ভাই কয় কস্কি মমিন!!!
উপরের সিনেমা গুলি যদি কেও দেখতে চান তবে নিজ দায়িত্তে দেখবেন । সিনেমা দেখার পর পাগল অথবা মস্তিকে কোন ধরনের সমস্যা হলে লেখক কোন প্রকার দায়-দায়িত্ত গ্রহন করবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।