গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী দৈনিক প্রথম আলো পত্রিকার তিন ফটোসাংবাদিককে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। পরে তাদের টেনেহিঁচড়ে থানায় নিয়ে যায়। আহত সাংবাদিকরা হলেন খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে স্বাস্থ্যমন্ত্রীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।
পেটানোর সময় তেজগাঁও জোনের পুলিশের এসি শহীদুল ইসলাম দম্ভোক্তি করে বলতে থাকেন, ‘পেটা শালাদের পেটা, কত সাংবাদিক পিটিয়েছি—সাংবাদিক পেটা। সাংবাদিক মারলে কিছু হয় না। ’ অবশ্য পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ সময় আমার মাথা ঠিক ছিল না। ’
তিন সাংবাদিককে নির্মম পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ ঘটনার পরই বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ পঙ্গু হাসপাতালে যান এবং ঘটনার সঙ্গে দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।
এ ঘটনার প্রতিবাদে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।