জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আমার কাছে ভালবাসা মানে, মায়ার বাঁধনে জরানো বিশাল স্বাধীনতা। যে স্বাধীনতায় আমি নিজের পরিপূর্ণতার সন্ধান খুঁজে পাব। ভালবাসার মানুষটির জন্য নিজের জীবনের বিশাল জায়গা ছেড়ে দেওয়া। তার সুখে দুঃখে পাশে থাকা। আমার আর তার মতের দ্বৈরথ থাকতে পারে, রুচিতেও তুমুল পার্থক্য থাকতে পারে।
আমি বি.এন.পি সে আওয়ামিলীগ করতে পারে । ফুটবলে সে ব্র্যাজিলের আর আমি আর্জেন্টিনার সাপোর্ট করতে পারি। ক্রিকেটে আমি পাকিস্তানের আর সে ভারতের তুমুল সাপোর্টার হতে পারে। আমি আবহানি আর সে মোহামেডামের তুমুল সমর্থক হতে পারে । কিন্তু তারপরও এত অমিলের মধ্যে কেমন একটা গাঁথুনি হয়ে যাওয়া।
এত মত ঐক্যের মধ্যে মানবতা আর ভালবাসার এক চমৎকার ছন্দ খুঁজে পাওয়া। ছোট ছোট নিজের স্বার্থ আর কন্ডিশনে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে চাই না। আর সেও আমাকে ওলট পালট স্বার্থপরতায় আটকে না রাখে। তার ভাললাগা আমার ভাললাগা ,আবার খোঁচা মেরে তাকে জলুনি দেওয়াও মজা। কিন্তু তাকে ভালবাসার আগুনে বেশি দগ্ধ হতে না দেওয়া, বিশাল শান্তির স্পর্শে তাকে আরও বহুদূর এগিয়ে যাওয়া দেখতে চাই।
আর খুনসুটিতে আর মানুষের ভালবাসায় দুজন সিক্ত হয়ে কখন যে দিন পার করে দিব। তার হদিসও খুঁজে পাব না। আর ভালবাসার অপর নাম অন্যকে ভালবাসা নিজের থেকেও একটু বেশি করে। আর এ একফোটা ভালবাসার জলকে বিশাল সাগরে পরিণত করা। ........
এ ভালবাসার কি আর শেষ আছে এ যে চলতেই থাকবে, পরিপূর্ণ হতেই থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।