আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে শিক্ষার্থীদের ‘লাঠিপেটা’

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড অবরোধ করলে পুলিশ এ হামলা চালায়।
এরপর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা মানববন্ধন করেন।
স্নাতকের (সম্মান) ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সদ্য প্রকাশিত প্রথমবর্ষের পরীক্ষার ফলাফল বিপর্যয়ে পাঁচ দফা দাবিতে সারাদেশে সড়ক অবরোধ ও মানববন্ধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ ও মানববন্ধন করে।
বিএম কলেজের শিক্ষার্থী সিফাত আহম্মেদ অভিযোগ করেন, তারা নগরীর সদর রোড অবরোধ করতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে।

এতে কয়েকজন ছাত্রী আহত হয়।
কোরতায়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
পরে শিক্ষার্থীরা পুলিশের সহায়তায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে বলে জানান ওসি।
শিক্ষার্থীদের পাঁচদফা দাবির মধ্যে রয়েছে: স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে তারপর পরীক্ষার খাতা মূল্যায়ন, স্নাতক (সম্মান) প্রথমবর্ষের সকল শিক্ষার্থীদের দ্বিতীয়বর্ষে উত্তীর্ণ করানো, পরীক্ষা শেষের তিনমাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ ও সেশনজট দূরীকরণ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।