গত সপ্তাহে এভারটনের সাবেক এই কোচ ময়েসের অধীনে প্রথম ম্যাচে থাইল্যান্ডের সিংহা অল স্টার্সদের কাছে ১-০ গোলে হেরেছিল রেড ডেভিলসরা।
শনিবার সিডনিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মিডফিল্ডার জেসি লিঙ্গার্ড ও স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আলবেনিয়ার স্ট্রাইকার বিসার্ট বেরিশার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।
কিন্তু দুই মিনিট বাদে লিঙ্গার্ডের দ্বিতীয় গোলে আবারো ব্যবধান বাড়ায় ইউনাইটেড। বাকি সময়ে ওয়েলবেকের দ্বিতীয় লক্ষ্যভেদ ও শেষদিকে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।