গত ২৪ বছরের মধ্যে ইপিএলে সবচেয়ে বাজে সূচনা হলেও প্রিয় দলকে নিয়ে ফার্গুসন আশাবাদী। তিনি বলেন, “ম্যান ইউর হয়ে ময়েস যে ভালো করবে, সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ”
যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ম্যান ইউর সফলতম কোচ আরো বলেন, “আমার উত্তরসূরী হিসেবে তাকে আমিই পছন্দ করেছিলাম। আর তাই আমি তাকে শতভাগ সমর্থন দিয়ে যাব। ”
“ক্লাবও (ম্যান ইউ) তাকে পূর্ণ সমর্থন দেবে এবং এখানে সে ভালোই থাকবে।
ইউনাইটেড বিশ্বস্ত হাতেই পড়েছে,” যোগ করেন ম্যান ইউকে রেকর্ড ১৩টি ইপিএলের শিরোপা এনে দেয়া ফার্গুসন।
দীর্ঘ ২৭ বছরে ওল্ড ট্র্যাফোর্ডকে অনেক সাফল্য উপহার দিয়ে গত মৌসুমের শেষে অবসরের ঘোষণা দেন ফার্গুসন। ম্যান ইউকে ৩৮টি শিরোপা এনে দিয়ে ইপিএলের প্রথম দশক অর্থাৎ গত শতাব্দীর নব্বইয়ের দশকের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন তিনি।
এমন ঈর্ষণীয় সাফল্যের অধিকারী এক কোচের উত্তরসূরী হিসেবে এমনিতেই চাপের মধ্যে ছিলেন ময়েস। ম্যান ইউর সাম্প্রতিক ব্যর্থতা সেই চাপ বাড়িয়ে দিয়েছে বহু গুণ।
কোনো-কোনো সমালোচক মনে করেন, ফার্গুসনের উত্তরসূরী হওয়ার চাপ নিতে পারছেন না এভারটন থেকে ম্যান ইউর দায়িত্ব নেয়া ময়েস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।