ইংলিশ লিগে ঘুরে দাঁড়িয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া খুবই কঠিন বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগও শেষ। এ কারণেই ময়েসকে ভবিষ্যত নিয়ে ভাবতে হচ্ছে।
“আমাদের আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে হবে।
বিষয়টিকে এখন আমাদের এভাবেই দেখতে হবে, তবে আমার বিশ্বাস এটা খুব বেশি দূরে নয়। ”
চলতি মৌসুমটাই ইউনাইটেডের জন্য বাজে যাচ্ছে। লিগ কাপের সেমি-ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। নিজেদের মাঠে সোয়ানসি সিটির কাছে এফএ কাপের তৃতীয় পর্বে হেরে শেষ হয়েছে আরেকটি শিরোপা স্বপ্ন।
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার জন্য অন্তত চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করতে হবে।
অথচ চতুর্থ অবস্থানে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। লিগ শেষ হতে বাকি মাত্র পাঁচ ম্যাচ।
১৮ মৌসুমের মধ্যে তাই এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে না থাকার শঙ্কা ইউনাইটেডের সামনে। বায়ার্নের কাছে হারের পর ময়েস যেন ইউনাইটেড সমর্থকদের সান্ত্বনা দিতে চাইলেন, “আমার মনে হয় মাত্র এক বছরের জন্যই আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বাইরে থাকতে হবে। ”
বাজে অবস্থা কাটিয়ে আবার স্বরূপে ফিরতে হলে নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে।
স্কটিশ কোচ ময়েস আপাতত সেদিকেই নজর দিতে চাইছেন।
“আমরা আবার একসঙ্গে হব এবং আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে নিজেদের গড়ে তুলব। আমার লক্ষ্য থাকবে এমন একটি দল গড়ে তোলা, যে দলটি আমাদের চ্যাম্পিয়ন্স লিগে ফেরাতে পারবে। ”
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা কেবল কাগজ-কলমের হিসেবেই বেঁচে আছে। ইউনাইটেডের কোচের আগামীর স্বপ্ন দেখা ছাড়া আর কিই-বা করার আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।