ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ভুল লোক, এখনই বিদায় করা উচিত—শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরুর আগে ময়েসকে অভিনব উপায়ে এই বার্তা পৌঁছে দেয় ইউনাইটেড সমর্থকরা। ব্যানারে লেখা এই বার্তা নিয়ে ওল্ড ট্রাফোর্ডের আকাশে ওড়ে ছোট একটি ভাড়া করা বিমান।
মৌসুমের শুরু থেকেই দলের একের পর এক ব্যর্থতায় কোচের ওপর আস্থা হারিয়েছে সমর্থকরা। এফএ কাপ গেল, এর পর চোখের সামনে শেষ হয়ে গেল লিগ কাপের আশাও। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা তো দূরের কথা, শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার সম্ভাবনাও প্রায় ফিঁকে হয়ে এসেছে।
এমন সময়ে দারুণ এক জয় উপহার দিয়ে কোচকে চরম অপমানের হাত থেকে বাঁচালেন রুনিরা।
তবে ম্যাচের ১২ মিনিটেই দারুণ এক ফ্রি-কিক থেকে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন তাদের ইংলিশ স্ট্রাইকার ওয়েস্টউড। মৌসুমের শুরু থেকে ব্যর্থতার গণ্ডিতে ঘুরপাক খাওয়া ম্যান ইউয়ের জন্য যা ছিল চরম এক ধাক্কা।
৭ মিনিট পরই অবশ্য স্বাগতিকদের স্বস্তি দেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। জাপানের মিডফিল্ডার শিনজি কাগওয়ার ক্রসে আলতোভাবে মাথা ছুঁইয়ে অ্যাস্টন ভিলার জালে বল জড়ান রুনি।
বিরতির খানিক আগে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে কোচ এবং সমর্থকদের মুখে হাসি ফোটান রুনি।
বিরতির পর ৫৭তম মিনিটে ব্যবধান ৩-১ করেন স্পেনের মিডফিল্ডার মাতা। ডি বক্সের মধ্যে জটলা থেকে আলতো শটে গোলটি করেন তিনি। আর ইনজুরি সময়ে গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন বদলি স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেস।
এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান ধরে রেখেছে ইউনাইটেড।
তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করাটাই তাদের এখন মূল লক্ষ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।