আমাদের বাণিজ্যমন্ত্রী বললেন আপনারা কম খাওয়ার অভ্যাস করুন। আমি তো ভাই আজ রাত থেকেই কম খাওয়া শুরু করে দিলাম। আপনারা দোয়া
করবেন যেন এটা ধরে রাখতে পারি। কিন্তু প্রস্ন হল আমরা কি আসলেই বেশি খাই নাকি যতটুকু দরকার তততুকু খাই? আমাদের মন্ত্রী মহোদয় শেষ অবধি এত সুন্দর একটা বুদ্ধি বের করলেন যাতে দেশের খাদ্য সঙ্কট যেন না হয় বা কমে আসে। বাঃ তারিফ করার মত একটা বুদ্ধি।
কিন্তু আমার একটা সন্দেহ আছে আপনারা কেউ
অন্যভাবে নিবেন না। এর পরেও যদি খাদ্য সঙ্কট ঘটে তখন তিনি কি বলবেন? সে উত্তর টা আপনারা দেবেন। কিন্তু আমি বলি কি যাদের জন্য আমাদের আজ কৃত্রিম সঙ্কট তাদের চিহ্নিত করা উচিত। অথবা খাদ্যর মজুত
বাড়াতে হবে। কৃষককে তার সঠিক মূল্য দিতে হবে।
এভাবে কি খাওয়া কমানো যায় জনাব? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।