ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।
বিচারপতি দলবাজি করে আবার তারা-ই নাকি সংবিধানের রক্ষক!! বিচারপতি সে দল, মত, চেতনা সব কিছুর উর্ধ্বে উঠে বিচার করে অথচ আমাদের বিচারপতিদের আ.লীগ করলে-ই চলে!! তাহলে কি বিএনপি বাদ? না।
কোটি কোটি কোটি রুপি'র সরকার।
তাই সব কিছু সরাসরি বলা ঠিক না! ডলারের বিপরীতে রুপির মান সম্মান এবং টাকার অবমুল্যায়ন নিয়া চিন্তা করা উচিত।
জননেত্রী শেখ হাসিনা বলে ছিলেন " জনগণের জন্য সংবিধান। সংবিধানের জন্য জনগণ নয়। " অথচ বর্তমান সরকার রচিত সংবিধান নিয়ে কেউ কিছু বলতে পারবো না!
বাংলাদেশের বর্তমান সংবিধান তথা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সংবিধান রচিত হয়েছে তার কোনটা-ই এই দেশের মানুষের ছিলো না! এ দিক সে-দিক থেকে ধার করা হয়েছে। নাম তার জননেত্রী, গনতন্ত্রের মানস কন্যা, ডটার অব পিচ ইত্যাদি অথচ সংবিধান নিয়া একটা গনভোট দিলো না! কি ভোট দিবো সংবিধানে-ই সেটা নিষিদ্ধ করা হয়েছে!! আবার সেইটাই
দেশের পবিত্র সংবিধান! যদি সংবিধানের উপরে ভোট দেয়া হয় তাহলে কি হবে? নির্বাচন কমিশন ভালো বলতে পারবে গত নির্বাচনে কি হয়েছে।
জনগণের জন্য সংবিধান অথচ জনগণের-ই মতামত নাই!! সংবিধান নিয়ে যাদের মায়াকান্না তারা-ই সংবিধান মানে না! সংবিধান নিয়ে যাদের ব্যবসা তারা-ই লাথি দিচ্ছে সংবিধানের সিন্দুকের দরজায়! আর বর্তমান রাষ্টপতি জিল্লুর রহমানের সংবিধানিক অধিকারের কান্ড কীর্তি দেখে মনে হলে....
এই দেশ, সংবিধান, সব কিছু শুধু "আওয়ামীলীগের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।