বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
এদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, ছিল না কৃষি মন্ত্রণালয় বা অন্য কোন শিক্ষিত ব্যক্তির পরামর্শ। একমাত্র নিজের বুদ্ধিতে এবং পরীক্ষামূলকভাবে এরা দু বন্ধু মিলে বুনো বেগুনের গাছে কলম দেয়।
বন বাদাড়ে হরেক রকম গাছের দেখা মেলে যেগুলো আপাত দৃষ্টিতে কোন কাজে আসে না।
কিন্তু পরিচর্যার মাধ্যমে সেগুলোও যে কাজে লাগানো যায়, তা প্রমাণ করেছে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের সুরুজ আলীর ছেলে রাসেল ও তার বন্ধু মাসুদ।
গাছে কলম দিচ্ছে রাসেল।
বাড়ির ফুল বাগানে তারা ৫টি বুনো বেগুনের গাছ লাগিয়ে তাতে পরীক্ষামূলক ভাবে দেশী বেগুনের টেপ কলম দিয়েছে। বর্তমানে ৫-৬ ফুট উঁচু গাছগুলোতে ঝুলছে বড় বড় বেগুনের গুচ্ছ। বেগুনগুলো খেতেও বেশ সুস্বাদু।
প্রতিদিনই গাছে ঝুলে থাকা এসব বেগুন দেখতে সুরুজ আলীর বাড়িতে ভীড় করছে অজস্র মানুষ। আমরা জানি বেগুন গাছে প্রচুর কীট বালাইয়ের আক্রমণ হয়। অথচ এই গাছে কোন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়নি। এসব বেগুনে পোকামাকড় না লাগায় এবং সারা বছরই বেগুন ধরার কারণে তারা ফসল হিসাবে জমিতে এ কলম দেয়া বেগুনের চাষ করার প্রস্তুতি নিচ্ছে। সরকারী কৃষি অধিদপ্তরের সহায়তা পেলে এবং এই বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করা গেলে দেশের ব্যাপক সবজির চাহিদা পুরণে সক্ষম হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।