আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথার কবিতা অথবা কল্পলোকের গল্পের রত্নদীপা ঘোষকে বলছি...

e_echo@live.com হ্যালো রত্নদীপা, শুনতে পাচ্ছ? শুনলুম তোমরা নাকি শিমুল তলির মাঠে যাচ্ছ? কী বললে? আমাকেও সাথে নেবে? বেশ তাহলে, আমি তুমি আর মোহনা। হ্যালো, শুনছো রত্নদীপা? সেথায় গিয়ে তোমায় দেবো নীল অঞ্জন, নীলাম্বরী ফুল আর নীল কমল, আর নীল জোছনায় তরুণীর নীল আঁচলে বেঁধে দেবো দুটো ঘননীল পদ্মফুল। তারপর মোহনার স্রোতে ভেসে যাবো আমরা দুজনে, দূর থেকে দূরে নীলসাগর পানে, আর ঠায় দাড়িয়ে দেখবে তুমি আমাদের ভেসে চলা এখান থেকে ওখানে অথবা অন্য কোনখানে। হারিয়ে যাবো আমরা নীল তিমির গর্ভে কিংবা সাগরতলের নীল বিজনে, নির্জনে। কী বললে? তাতে তুমি কষ্ট পাবে? তাতে কী? তোমার কষ্টগুলো হয়ে উঠবে একেকটা নীলকণ্ঠ ফুল? ভালই তো! তোমার বাহারি খোঁপায় গুঁজে নেবে তুমি! কী বললে রত্নদীপা? তুমি অনেক কষ্ট পাবে? তোমার নীলনয়ন বিষাক্ত গোখরার মতো ফুঁসে উঠবে? তোমার নীল দংশনের শিকার হবো আমরা দুজনে? তবে মিছে তুমি আমাকে ভালোবাসো রত্নদীপা! তুমি চাও না তোমার ভালবাসার ভাগ অন্য কেউ পাক! রত্নদীপা, শেষ পর্যন্ত তুমিও?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।