কাজে পরিচয়
এ যুগের শিশু কিশোরদের ঘনিষ্ঠ বসবাস প্রযুক্তির সঙ্গে। প্রযুক্তির কল্যানেই কিনা কে জানে গ্রামীন গোল্লাছুট, দাড়িয়াবান্দার মতো অনেক মজার খেলা মৃত্যুর প্রহর গুনছে। আর আধুনিক কালের ফুটবল, ক্রিকেটও আজ কম্পিউটার বা মোবাইল গেমসে স্থান করে নিয়েছে। তাই আজ আর মাঠের প্রয়োজন হয় না। উচ্চ প্রযুক্তির গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট তাদেরকে মাঠের অভাব ভুলিয়ে দিয়েছে অনেক আগেই। আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নির্মিত সিনেমা, অ্যানিমেশন আর হ্যারি পটারের মতো ব্লকবাস্টার বই তাদের মানসিক ভুগোল পাল্টে দিয়েছে প্রায় পুরোপুরি। কিন্তু একই সঙ্গে মজার ও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যুগেও দাদী-নানীদের মুখের রূপকথার গল্প সারা বিশ্বের শিশু কিশোরদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।