আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথার ভেতরেই শুধু

..

সমীকরণটা তবে এরকম- তুমি বিষাদের গামলায় পা ডুবিয়ে বসে আছো আমি মেখে নিচ্ছি শুধুই রোদের আনন্দ? নৈঃশব্দের কুন্ডলী পাকানো সাপ রোদ্দুরের দরোজা আড়াল করে রাখে সারাক্ষণ কুঁকড়ে থাকি শীতের দখলে। প্রেতাত্মার ছায়ায় ঢাকতে চাইনা--সবুজ উল্লাস তবু ভুল পাত্র হাতে তুলে দেই; আমি ভেবেছি অমৃত তুমি দেখেছো বিষ দুই হাতে বিষের রামধনু আঁকা আর কোন রঙই ধরেনা হয়ত তাই। নদীর নাব্যতা বারবার শুষে নিচ্ছে শিকস্তির পলি; আমাদের খোলা মাঠে আদিগন্ত স্বপ্নের ফসিল অযতনে পড়ে থাকে; স্বপ্ন তবু অবিনাশী বশ্যতা মানেনা নিয়ম মানেনা।সোনার প্রতিমা গড়ে রোজ। পৃথিবীর ছোট ছোট স্বপ্ন-সাধগুলো একদিন বাস্তবিক রূপকথা হয়ে যাবে জানতো কি তারা--যারা লিখেছিল রূপময় সেই উপাখ্যানগুলো? এসো তবে --রূপকথার ভেতরেই শুধু বেঁচে থাকি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।