আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন! রূপকথার গল্প! (১) :

বন্ধুরা, ঢাকাশহর.কম-এর জন্য ঢাকা বিষয়ক লেখা পাঠাতে পারেন। নতুন বা পুরানো। অবশ্যই পূর্ন নাম ও যোগাযোগের ঠিকানা বা মেইল নম্বর দিতে ভুল করবেন না। ইতিহাস বিষয়ক লেখা হলে সূত্র উল্লেখ করবেন। ধন্যবাদ এমন একখানা রাজ্য ছিল... যেখানের প্রজারা প্রায় সকলেই ছিল দু:খী... প্রজাদের এই দু:খের কথা শোনার কেউ ছিল না... তবে আশার কথা হইল মন্ত্রী ও তাদের আত্মীয়-স্বজনরা ছিল মহা ধনী... প্রজাদের শত দু:খ-কষ্টেও মন্ত্রীদের মুখের হাসি-তামাসা কমতো না... তাহারা ধুমধাম আর জাক-জমক জীবন যাপন করলেও প্রজাদের উপদেশ দিতেন কম খাওয়ার... তাহারা ভিন্ন রাস্তা দিয়ে চলাচল করিতেন... তাই প্রজাদের রাস্তা ভেঙে চুরমার হলেও তারা দাঁত খিলিয়ে হাসতেন... -মূর্শেদূল কাইয়ুম মেরাজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।