একজন ভীরু মানুষ... মাথা-হাতা পুরাপুরি আউলায় যাওয়ার আগে মাইনষের কিছু আবাগি টাইপ লেখা আসে। আমার লেখা দেখার পর আমি নিজেই নিজেরে নিয়ে বেশ খানিকটা টেনশিত... দেখেন দেখি আপনার কি মনে হয়, কাল থেকে কি আমার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে অংশগ্রহন করা উচিত হবে কি না?
সিরিয়াস টাইপ কোবতে-টার নাম ‘সংহার’...
কাঁক বৃষ্টি ঝড়ছে,
নগড় রাজপথে-
ঘোলা নগরীর হ্রদে।
বৃষ্টি ঝড়তে থাকুক-
একশ বছর ধরে বৃষ্টি চলুক।
ডুবে যাক, ভেসে যাক সবকিছু।
আমি আজ বৃষ্টিতেই-
হাঁটবো তবু।
গায়ে শিরশির
লজ্জাহীন বৃষ্টির আঙ্গুল-
ছুঁইয়ে যাক আমায়, খুঁজে বেড়াক-
আমার প্রতিটি রোমকূপ।
শরীরের প্রতিটি অলিতে গলিতে-
শোল্লাসে করুক আবিস্কার।
তারপর সে আসবে,
তরঙ্গ ঝংকার তুলে।
ঘারের উপর উড়ো চুল সরিয়ে,
শিরশিরে এক অনুভূতি নিয়ে-
তার হিংস্র থাবা,
পাঁজরকে ছুঁয়ে যাবে-
এক ভয়াল বাঘের মত।
খুব যত্নে সংহার চলবে-
জ্বালা ভরা চোখ খুলে।
মেঘলা রোদে আলো আঁধারি ঘরটায়,
মায়াবী শুন্যতায় রচিত-
হবে নতুন কোন জগৎ।
এমন ভালবাসা কেউ কি দেখেছে?
প্রতিটি রন্ধ্রে যার সঞ্চার,
এমন মিলেমিশে কি কেউ হয়েছে একাকার?
কোন প্রেমিক-প্রেমিকা;
কোন নারী-পুরুষ নয়!
সত্যি-ই কি এমন হয় কেউ?
পৃথিবীর চারপাশে ছড়ানো জগৎ যত,
যত সাজানো সাগর বিলাস,
সব সৃজন করেও কি-
পরিচয় হবে সেই সত্তার?
তবুও বৃষ্টি হোক, বৃষ্টি চলুক একশ বছর।
ভেসে যাক সব কিছু,
ভেসে যাক দূর্গন্ধ মত্ত নগর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।