আমাদের কথা খুঁজে নিন

   

ভুলটা কোথায় তা কি স্বীকার করার মত মানসিকতা আছে নতুন প্রজন্মের?

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমাদের দেশের রাজনৈতিক নেতা-নেত্রীদের মাঝে একটি পুরাতন বাতিক লক্ষনীয়, বিপক্ষ দলের প্রতি সন্মান-শ্রদ্ধা দেখাতে উনাদের আ‍ঁতে লাগে। রাজনৈতিক কালচারটা এখন এমন হয়েছে যে, যেই নেতা বা নেত্রী বিপক্ষ দলের বিরুদ্ধে যত বেশী অশলীল সেই নেতা বা নেত্রীর কদর তার দলে ততটাই বেশী। ৮০ দশক থেকে আমাদের দেশে শুরু হয় মেধাবীদের রাজনীতি থেকে দূরে সরে থাকার প্রবনতা, আর তাদের স্থানে রাজনীতিতে আসতে শুরু করে মেধাহীন, অযোগ্য ও সুবিধাবাদী শ্রেণী। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে হয়ে পড়ে পুরোপুরী মেধা শুন্য।

সেখানে ঝেঁকে বসে লম্পট, চোর, বাটপার, খুনী, মেধাহীন, অযোগ্যদের দল। অবশ্য এটাও সত্যি যে, পূর্বের সেই সকল মেধাবী যাদের জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে এখনো রাজনীতিতে আছেন তাদের আচরন, কর্মকান্ড মেধাহীন, অযোগ্য ও সুবিধাবাদী রাজনীতিবীদগনের কর্মকান্ডের সাথে খুব একটা পার্থক্য আছে বলে মনে হয় না। সেই সকল বর্ষীয়ান রাজনীতিবীদগনের জন্য মাঝে মাঝে করুনা হয়। তাদের বিরাট একটা অংশ গাদা গাদা বই পড়ে,দর্শন পড়ে যে সকল বক্তব্য দিয়ে জাতিকে ধন্য করেন তার জন্য সত্যি অনেক বেশী করুনা হয়। তারা যদি ঘন্টার পর ঘন্টা দর্শন এর বই পড়ে সময় না কাটিয়ে সেই সময়টা মুরি-চানাচুর বিক্রি করতেন তাহলে আজ জীবনের অন্তিম লগ্নে এসে তাদের রাজনৈতিক বেশ্যা হওয়ার প্রয়োজন পড়তো না।

”ভুল“ শব্দটা আদি অনন্ত থেকেই মিশে আছে মানব সন্তানদের সাথে, প্রাচীনকাল থেকে একবিংশ শতাব্দীতে এসেও এর ব্যতিক্রম ঘটেনি। মানুষ কাজ করতে পছন্দ করে, এটা মানুষের সৃষ্টি গুন, হোক তা ভাল বা মন্দ। আর কাজের মাধ্যমেই সৃষ্টি হয় ভুলের, ইচ্ছায় বা অনিচ্ছায়। যুগে যুগে এর প্রতিফলন লক্ষ করা যায়। আমরা সভ্যতার ধারক-বাহক নিজেদের মনে করি, সেই আমরা কি একবারও নিজের মতের ‍বা দলের ভুল গুলো স্বীকার করে তা থেকে উত্তরনের পথ বের করার চেষ্টা করি? খুব বেশী দূরে যাবার প্রয়োজন নেই, গত ৫ই ফেব্রুয়ারী শাহবাগে শুরু হওয়া আন্দোলন আজ কেন প্রশ্নবিদ্ধ তা কি একবারও ভেবে দেখেছি? একথা নিন্দুকেও স্বীকার করে নিবে যে, এই আন্দোলন সকল রাজনৈতিক দলকে একটি প্রচন্ড আকারে ঝাঁকি দিয়ছে।

এই আন্দোলন ছিল দেশে চলমান সকল রাজনৈতিক দলগুলোর প্রতি নতুন প্রজন্মের অনাস্থার বিস্ফোরন। তবে কেন আজ তা গতি হারালো? ভুলটা কোথায় তা কি স্বীকার করার মত মানসিকতা আছে নতুন প্রজন্মের? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।