আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি আওয়ামীলীগেরে ভোট দিয়া

ওরে বাবারে, মা রে। কোন দুঃখে ভোট দিছিলাম এগুলারে!! ক্যান দিছিলাম!! এই ভুল এখন শোধরাই ক্যামনে!! তেল আর সিএনজির দাম বাড়াই্লো। চার মাস আগেই না বাড়াইছিলো! দেশের বাইরে তেলের দাম কমছে, দেশে বাড়ে কেন?? আমরা তো কমাইতে বলি নাই, বাড়াইলো কেন? ১০০ টাকা সিএনজি ভাড়া দিতাম, আজকে চাইলো ২০০ টাকা! যুদ্ধাপরাধীদের নাকি বিচার করবে! কবে! দেশের সব মানুষ মরলে তারপরে?? মূলা একটা ভালোই ঝুলাইছিলো তরুণ প্রজন্মের সামনে। আমরা সেই মূলা দেখে ভোট ও দিছি!! এক একটা মন্ত্রীর কথা বার্তা এবং কাজ কর্ম দেখলে গা জ্বলে। ২ বছর পরও তারা "বিগত সরকার হেন করছে, তেন করছে" এগুলা শোনায়।

আরে বাপ, বিগত সরকার খারাপ করছে দেখেই না মানুষ তোদের ভোট দিছে। এই প্যান প্যানানি আর কত?? সব মিলায়ে খুব-ই বিরক্ত। এখান পর্যন্ত ভালো কাজ কিছু করছে বলে তো চোখে পড়ে না। ঈদের পর চিটাগং হইতে বাসে ঢাকায় আসার সময় এই সরকাররে বাসের মানুষ যে পরিমান অভিশাপ দিছে, তাতে এদের পুড়ে কয়লা হয়ে যাওয়ার কথা!! সে-কি রাস্তা রে ভাই। এত দূর যাই কেনো, মৌচাক থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রাস্তায় কি আমাদের কোনো মন্ত্রীর পা পড়ে নাই!! খাপছাড়া কথাবার্তা বলতেছি।

কি করবো!! মাথার ঠিক নাই। সবাই চোখে টিনের চশমা দিয়া বইসা আছে। বিরোধী দলের কথা আর কি বলবো!!! তাদের কথা বলার যোগ্যতা থাকলেই না তারা কথা বলবে! এই দেশের রাজনীতিবিদেরা সবাই তো "সোনার টুকরা"!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.