লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। প্রত্যেকটি মানুষের জীবনে বন্ধু এক অমূল্য সম্পদ। পৃথিবীতে যতগুলো স্থানে মানুষ নিজেকে নিরাপদ মনে করে বন্ধু তাদের অন্যতম। আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে তাহলে জনগণের বন্ধু কে? উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ পুলিশই জনগণের বন্ধু।
দয়া করে রাগ হবেন না। এটি আমার কথা নয় স্বয়ং পুলিশ বিভাগেরই স্লোগান। এই বন্ধুরা যদি শত্রুর চেয়ে খারাপ আচরণ করে তাহলে আমরা যাবো কোথায়? আমিনবাজারে ছয় ছাত্রের মৃত্যু। এতে পুলিশের নীরব ভূমিকা কি প্রমাণ করে? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের উপর পুলিশের অমানুষিক নির্যাতন আমাদেরকে কি শিক্ষা দেয়? তাহলে কি আমরা ধরে নেব স্বাধীনতা যুদ্ধে যারা অসীম বীরত্ব দেখিয়েছে তারা তাদের সুনাম বজায় রাখতে অক্ষম। এখন পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন হলো ছাত্র পরিচয় দেয়া সত্ত্বেও তাকে আপনারা এভাবে মারলেন কেন? তাও আবার ঢাবি'র ছাত্র।
আমাদের (ছাত্র) উপর আপনাদের এত ক্ষোভ কেন? বন্ধুরা বন্ধুর মত আচরণ করুন। স্বাধীনতার অতন্ত্র প্রহরি আমার দেশের পুলিশ বাহিনীকে করবেন না। ছাত্রদের উপর এভাবে নির্যাতন করে দেশকে আরেকটি বিপর্যয়ের দিকে ঠেলে দিবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।