আমাদের কথা খুঁজে নিন

   

সুদূরের ধানক্ষেতে

আমার কবিতাগুলো যখন পড়বে তুমি প্রাণবন্ত জ্যোছনায় একাকী লণ্ঠন জ্বেলে শুনতে পাবে তুমি দেয়ালের কোলে প্রতিধ্বনিত হয়ে আমার আহবান ছাড়িয়ে গেছে সুদূরের ধানক্ষেতে যেখানের আইলের পথ গিয়েছিল ভিজে শীতের সকালের মতো তোমার কান্নার শিশিরে হেমন্তের মাঝামাঝিতে একদিন... একযুগ কেটে গেছে সেই মাঠে,ধানক্ষেতে আর ঝড়ে নি একবিন্দু শিশির বেড়েছিল আবার সিন্ধুর জল মদিরা জ্যোৎস্নায় বৃষ্টির কলকল পড়ে নি মাঠের বুকে তোমার অশ্রুস্নাত শিশিরের জল সেই কবে শুকিয়ে গেছে কান্নার শিশির ধানক্ষেতের পথে আইলের উপর বর্ষার যৌবনেও যেখানে ছিল মরুভূমির বালুচর নতুন করে আমার আহবান প্রতিধ্বনিত হয় দেয়ালের কোলে ভেসে যেতে পথের হাওয়ায় খুঁজে দেখ অতীত তোমার উচ্ছল জ্যোৎস্নায় পথ কী চেনা যায় পৃথিবীর বুকে নানা রঙের ধানক্ষেতে? আমার আহবানে কী ভালোবাসার নতুন শিহরণ তোমার হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে যায়? ২৪।০৫।০৬, ডাক্তার পাড়া, ফেনী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।