"সব ঠাঁই মোর ঘর আছে , আমিসেই ঘর মরি খুঁজিয়া ।দেশে দেশে মোর দেশ আছে , আমিসেই দেশ লব যুঝিয়া ।পরবাসী আমি যে দুয়ারে চাই —তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,কোথা দিয়া সেথা প্রবেশিতে পাইসন্ধান লব বুঝিয়া ।ঘরে ঘরে আছে পরমাত্মীয় ,তারে আমি ফিরি খুঁজিয়া । " "আমি চঞ্চল হে , আমি সুদূরের পিয়াসি । দিন চলে যায় , আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে , ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী । আমি সুদূরের পিয়াসি । ওগো সুদূর , বিপুল সুদূর , তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি । মোর ডানা নাই , আছি এক ঠাঁই , সে কথা যে যাই পাসরি । " --রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ 'উৎসর্গ'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।