আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় হে ক্ষণজন্মা প্রতিভা

When you become detached mentally from yourself and concentrate on helping other people with their difficulties, you will be able to cope with your own more effectively. Somehow, the act of self-giving is a personal power-releasing factor. আবিদের কথা বলছি। আর দশজনের মতই ক্লোজআপে তার গান শুনে মুগ্ধ হওয়া এক জন ভক্ত আমি। রবীন্দ্র সঙ্গিতকে নতুন করে আমাদের এই প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলো যে ছেলেটি সেই ছেলেটি ই নাকি আর নেই। বিশ্বাস করতে আসলেই খুব খারাপ লাগছে। বয়স তো খুব বেশি হয়নি তার।

মাত্র কিছু দিন আগেও ক্যাম্পাসের ডাকসুর সামনে আড্ডা দিতে দেখেছি। গানটাই তার ধ্যান ছিলো, অর্থ, যশ বা সস্তা খ্যাতি নয়। দূর থেকে যত টুকু দেখেছি শান্ত সুবোধ বালক মনে হয়েছে। রাবিন্দ্র প্রেমিক ছাড়াও সে ছিলও একজন দেশ প্রেমিক। যে কয়টা তার শোও দেখেছি, সেখানে বিলেতি কাপড়ের বদলে আমরা তাকে দেখেছি খুব সাধারন দেশি কাপড়ে।

কাপড়ে আকা থাকত লাল সবুজের বাংলাদেশ। চোখে মতা ফ্রেমের চশমা আর ঠোটের কোনে হাসি। সদা হাস্য এই গায়কের গান খুব বেশি মিস করবো। ওর কাছ থেকে আরও চমৎকার কিছু রবীন্দ্র সঙ্গীতের অপেক্ষায় ছিলাম। আমি কল্পনাও করতে পারছিনা আপনার কাছের মানুষগুলোর এখন কি অবস্থা! আপনার স্নেহময়ি মা, আদশ পিতা, ছোট্ট ভাই বোন, কাছের বন্ধুরা কিংবা ভালোবাসার মানুষ সবার প্রতি রইল আমাদের সমবেদনা।

যেখানেই থাকুন, আপনি অনেক শান্তিতে থাকুন। আপনার মৃত্যুর কষ্ট যেনও আপনার পরকালের কষ্ট কাটিয়ে দেয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।