আমি দুঃখ দিতে আসিনি গো
এসেছিলাম সুখ কিনতে
সুখের দাম দুঃখ দিব
করিনি এ ভেবে চিন্তে। ।
হাহাকারের বিশাল গর্ত
ভরতেই তো চেয়েছিলাম
খুজলাম আমি সারা মর্ত্য
একটু সুখ কি পেয়েছিলাম!!
আমি দুঃখ দিতে আসিনি গো
তুমি আমায় ভুল বোঝো না
এখন তবে যাচ্ছি আমি
আর তোমার পিছু নেব না। ।
ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু
বুকের ঘরে অনেক বাতাস
কখনো কেউ দেখেনি তা
কখনো তা পায়নি প্রকাশ।
।
তাই তো আমি এসেছিলাম
একটুখানি সুখ কিনব
বুকের ঘরে এত গর্ত
গর্তের মাঝে সুই বিনব। ।
হলো না তো কী আর করা
মনের মাঝে রাগ রেখো না
চলার পথে হারিয়ে যাব
আমায় আর কেউ পাবে না। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।