আমি ভালবাসতে জানি,
সম্মানীকে সম্মান করতে জানি;
সোহাগে আতকে উঠে
আদুরী কে জড়িয়ে ধরতে জানি।
কারণ আমি কবি-
এই জগত নিয়ে
আমি একটু বেশি ভাবী।
আমি রসপ্রেমী মহামারি,
আমি কিঞ্চিত রাগী-
তবুও তা বাহিরে না আনি।
এ মনে প্রেম আছে বলেই তো
এতো কিছু !
নয়তো সব পিছে মিছে পরে রয়,
আমি জেগে আছি একলা-
তা না জানবার নয় । , , ,
মায়ার বাঁধন ছিন্নতে নয়,
ভালবাসাতে জোর হয়।
আঘাতে মন ভাঙবে তুমি,
তবে ভাষাতে প্রয়োজন নয়।
কে জানে?
কোনটা তার শেষ বানী!
কে জানে?
কোন দেখাটা তার শেষ দেখা!
কে জানে?
কেমন হবে তার বিদায় রেখা!
আমি বিদায় লইবার ছলে,
বিদায় লইনু মনে,
তবুও লইছি বিধায়-
ভালবাসাতে যদি ক্ষমা হয়।
বিদায়ের তরে,
আবারও শেষ বিধায়!
দেখা যদি আবার না হয়!
ভালোবাসি বলে বিদায়,
পরপারে যাবো বলে বিদায়!
শেষ কথা বলে বিদায়,
আবারও বিদায়,
বিদায়!
..........................হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।