আমাদের কথা খুঁজে নিন

   

পিসিতে মাউন্টেন লায়ন ইন্সটলেশন, টিপস এবং টেকনিক(পার্ট ১)

ম্যাক ওস এপল কম্পিউটারের অপারেটিং সিস্টেম, অসাধারন ইন্টারফেস এবং পারফর্মেন্স এর কারনে বিশ্বব্যাপী কর্পোরেট লেভেল এবং গ্রাফিক্স এর কাজের জন্য জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স কোর এর উপর তৈরী এই অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্শন মাউন্টেন লায়ন। চিত্রঃ মাউন্টেন লায়ন ডেস্কটপ । কিন্তু চমতকার এই অপারেটিং সিস্টেম তাদের নিজেদের এপল কম্পিউটার ছাড়া অন্য কোন পিসিতে চলেনা। এপল এর হার্ডয়ার এর মান ভাল হলেও মুল্য সাধারনের নাগালের অনেকটাই বাইরে।

এপল ইন্টেল এর প্রসেসর ব্যাবহার শুরু করলে পিসিতে ম্যাক ইন্সটল এর সুযোগ এসে যায়। তবে এর জন্য প্রচুর পরিমানে কাঠ খড় পোড়াতে হয়, কারন অফিসিয়ালি এটা পিসির জন্য তৈরী হয়নি। আসুন আমরা ম্যাক ইনস্টল এর জন্য কাঠখড় পোড়ানো শুরু করি! তবে শুরু করার আগে আপনার হার্ডওয়ার নিম্নের কনফিগারেশন ফুলফিল করে কিনা চেক করে নিন, যদি না করে এখানেই ইস্তেফা দিন। মাউন্টেন লায়ন সিস্টেম রিকোয়ারমেন্ট প্রসেসর ঃ Intel Core 2 Duo, Core 2 Quad, Core i3, Core i5, Core i7 । মাদারবোর্ড ঃ AHCI সাপোর্টেড ইন্টেল চিপসেট।

মেমোরী ঃ মিনিমাম ২ গিগাবাইট (৪ গিগার বা তার বেশি হলে ভাল) গ্রাফিক্স কার্ড এনভিডিয়া ঃ ৮০০০, ৯০০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ সিরিজ (বেশির ভাগ)। এটিআই ঃ ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ সিরিজ (বেশির ভাগ) ইন্টেল ঃ এইচডি ৩০০০, ৪০০০ সিরিজ (তার মানে বিল্টইন গ্রাফিক্স এর ক্ষেত্রে Sandy Bridge এর i5 বা তার উপরের সিরিজ , Ivy Bridge ব্যাতিত বাকীদের আলাদা গ্রাফিক্স কার্ড থাকতে হবে। ) নোট ঃ যে কোন প্রকার DUEL কার্ড, যেমন এটিআই 4870X2, 5990 এনভিডিয়া GTX 590,690 সাপোর্ট করবে না। এনভিডিয়া SLI কিংবা এটিআই Crossfire সেটাপ সাপোর্টেড নয়। হার্ডডিস্কঃ ৫০ গিগাবাইট ফ্রী স্পেস।

(আলাদা খালি হার্ডডিস্ক হলে ভাল, এতে কোন প্রকার ডাটা লসের আশংকা থাকে না, একই হার্ড ডিস্কে উইন্ডস সহ ম্যাক ইন্সটল করেতে গিয়ে ডাটা লস হলে লেখক কে দায়ী করবে না) বর্তমানে বেশির ভাগ মাদারবোর্ড UEFI (গ্রাফিক্যাল বায়োস) ব্যাবহার করে। গিগাবাইট ব্যাতিত অন্য সকল মাদারবোর্ড এ UEFI লকড থাকে, তাই এই সকল মাদারবোর্ড এ মাউণ্টেন লায়ন ইন্সটল করতে হলে পেচড বায়োস ইনস্টল করে নিতে হবে। পেচড বায়োস সম্পর্কে আরো তথ্য পেতে এই লিঙ্ক টি দেখতে পারেন। গিগবাইট মাদারবোর্ড এ ডিফল্ট ভাবে Sleep মোড কাজ করে, অন্য মাদারবোর্ড গুলোতে Sleep মুড কাজ নাও করতে পারে। এজন্য ম্যাক পিসি বিল্ড করার জন্য গিগাবাইট মাদার র্বোড প্রাধান্য দেয়া হয়।

আপনার মাদারবোর্ড টি গিগাবাইট ছাড়া অন্য কোন ব্রান্ড এর হলে এবং UEFI ব্যাবহার করলে আগেই বায়োস প্যাচ করে নিন। (আমি নিজে বায়োস এর কারনে দীর্ঘ ১ বছর বিভিন্ন মেথডে চেস্টা করেও ইনস্টল করতে ব্যার্থ হয়েছি। ) এবার আসি ইন্সটলার তৈরীর প্রক্রিয়া নিয়েঃ মাউন্টেন লায়ন এর ইনস্টলার তৈরী করার জন্য নেটে যত টিউটোরিয়াল পাওয়া যায় তাদের বেশির ভাগের জন্য অন্য ম্যাক থেকে ইনস্টলার তৈরীর প্রক্রিয়া দেয়া থাকে। কিন্তু পিসিতে ম্যাক ইন্সটল করার আগে আরেকটা ম্যাক কই পাব? আমি যে পদ্ধটিতা দেখাচ্ছি সেটিতে অন্য কোন ম্যাক লাগবে না। উইন্ডোস থেকেই ইনস্টলার তৈরী করা যাবে।

আসলে এটি একটি আগেই তৈরী করা ইনস্টলার। এজন্য আপনার একটি ৮GB পেনড্রাইভ লাগবে, ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে। এটি একটি টরেন্ট লিঙ্ক। ডাউনলোড সাইজ ৪ গিগাবাইট মাত্র! ডাউনলোড শেষ হলে ডাউনলোড করা .raw ফাইলটি এর সাথে দেয়া SUSE IMAGE WRITER সফটঅয়ার দিয়ে আপনার পেন ড্রাইভে রাইট করে ফেলুন। ব্যাস আপনার ইনস্টলার তৈরী।

আজকে এই পর্যন্ত খুব শিগ্রই আবার আসিতেছি... বাকী কাহিনী নিয়ে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.