প্রোপাগান্ডাই গা না ভাসিয়ে সত্য জানার চেষ্টা করুন.... "এইচএসসি পাসের পর বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম লক্ষ্য থাকে সরকারি মেডিকেল কলেজ কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু বিজ্ঞানেই জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৪০২ জন শিক্ষার্থী।
সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন আছে দুই হাজার ১১০টি, আর বুয়েটে রয়েছে ৯৬৫ আসন। সাধারণ এ তথ্য থেকে বোঝা যায়, জিপিএ-৫ পেয়ে বিজ্ঞানের অনেক শিক্ষার্থীই তাঁদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। "
- সুত্র
এই লেখা দেখে মনে হচ্ছে যেকোন সরকারী মেডিকেল থেকেই ভাল ডাক্তার হওয়া যায়।
কিন্তু ভাল ইঞ্জিনিয়ার হতে হলে বুয়েট থেকেই পাস করতে হবে। অন্য গুলোকে যেন গননায় ধরে না। এরকম মানসিকতা পরিহার করতে হবে। বুয়েট ছাড়াও দেশে বহু ইঞ্জিনিয়ার আছে। তারা যথেষ্ঠ ভাল পারফরমেন্স দেখাচ্ছে।
অবশ্যই বুয়েটে সবচেয়ে ভাল ছাত্ররাই ভর্তি হয়। তাই সভাবতই তাদের পারফরমেন্স বরাবরের মতই ভাল। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানেও (সরকারি) সমমানের শিক্ষা প্রদান করা হয়। তাই শুধু বয়েটকে ভাল বলে অন্যদের অবজ্ঞা করা ঠিক নয়
সংযোজন : আমার লেখার উদ্দেশ্য ছিল বুয়েটের সাথে অন্যদের তুলনা নয়। বুয়েটের মত শিক্ষার মান অন্যগুলোতেও আছে এটা জানানো।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রিপোর্টারের মত আমাদের মাঝে অনেকেই ভুল ধারনা নিয়ে আছে। যার প্রমাণ নিচের রিপ্লাই গুলো দেখলে বুঝা যায়।
এই মানসিকতা পরিবর্তন না করলে বৈষম্য ও বিরোধ যেমন লেগে থাকবে তেমন বর্তমানের এই মেধাবী ছাত্ররা বুযেটে চান্স না পেয়ে হতাশায় ডুবে যাবে। আর পরিশেষে নাম সর্বস্ব প্রাইভেট (not like IUT, AIUB, Aula etc) এ ইঞ্জিনিয়ারিং পরে অদক্ষ ইঞ্জিনিয়ার হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।