আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট গাইড...(!!!)

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

এই স্ক্রিপ্টটি লিখেছিলাম দেড়বছর আগে লেভেল১/টার্ম-২ তে পড়ার সময়, ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠান উপলক্ষে। । এ ধরনের স্ক্রিপ্টগুলোর প্রধান সমস্যা হল এর মূল মজাটা নির্ভর করে পড়ার দক্ষতার উপর। তাই শুধু কথা পড়ে কতটা মজা পাবেন বুঝতে পারবেন জানিনা, তবুও ব্লগে দিচ্ছি আমার আমি নাইরে আমার আমি নাই(পথিক নবীর গান) জ্বি হা, আমি এখন বুয়েট গাইড অনুষ্ঠানে। আমার সঙ্গে গিটার-বাঁশি দেখে গানের অনুষ্ঠান দেখে ভুল করবেননা যেন।

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র(!) বুয়েটে যারা সবান্ধব আসার মনস্থির করেছেন তাদের জন্যই আমাদের এ বিশেষ আয়োজন। আপনাদের বুয়েট ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সঙ্গে আছি আমি "পাই বাবা" ওরফে "হিমালয়" এবং আমার সঙ্গে আছেন "মিস সুকন্যা" খ্যাত "তামান্না".......তাহলে আসুন একে একে গাইডের পৃষ্ঠা উল্টানো যাক... দ্বিপ্রহর কাটলো, কেউ কথা রাখেনি (মূল কবিতা "কেউ কথা রাখেনি") ভরদুপুরে শুকনো বদনে যদি গুটিকয়েক ছাত্রকে অহেতুক বসে থাকতে দেখেন তবে বুঝবেন আপনি সঠিক ঠিকানায় এসেছেন; এটিই ঐতিহাসিক বুয়েট শহীদ মিনার। এটি চলাচলের প্রধান পথের নিকটবর্তী বলে এখানে বসে ১/১ থেকে ৪/২ পর্যন্ত সব বয়সী বুয়েট ললনাদের দেখে নেয়ার এক অভাবনীয় সুযোগ পাওয়া যায়। । আহ, কি শান্ত! (নিচুস্বরে)[এদের থকে সাবধান] দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহে সমান্তরাল নাহ, কোন রেল লাইনের কথা বলছিনা, এটি হচ্ছে মানব লাইন।

। সকাল আটটার কিছুক্ষণ আগে এ বিশাল মানব লাইন দেখে ঘাবড়ে যাবেননা; এরা বিখ্যাত ইএমই বিল্ডিংয়ের ততোধিক বিখ্যাত লিফটের প্রত্যাশী। । । ও ভালো কথা, লিফটে কিন্তু অবশ্যই আগে আসলে আগে পাবেন; সময় সীমিত।

। হিমালয়: excuse me (নিচুস্বরে) তামান্না, তোমাকে আমি ...কিছু বলতে চাই তামান্না: " চুপি চুপি বল কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। । " এতগুলো নোটন নোটন পায়রাকে ঝোটন বেধে বসে থাকতে দেখে অবাক হচ্ছেণ??be easy man; welcome to our central library!!! চোখের ভাষা destructive নাকি -non destructive,হৃদয়ের গঠন bcc নাকি fcc, কিংবা metallic দৃষ্টি বিনিময়সহ নানাবিধ জটিল সমস্যার গবেষণায় তৎপর একঝাক স্বপ্নিল তরুণ-তরুণীর মিলনমেলা এই লাইব্রেরী। ।

আউটসাইডার হওয়া সত্ত্বেও আপনি এখানে আসতে পারেন, তবে গবেষণায় কোনরূপ ব্যাঘাত ঘটানো দন্ডনীয় অপরাধ। । "মনারে মনা কোথায় যাস., বিলের ধারে কাটবো ঘাস" মনাদের উদ্দেশ্য বলছি -গ্যাস চেম্বারের এই নগরীতে দু'একটা বিল খুজে পেলেও ঘাস কাটতে পারবেন না, কেননা শহরের যাবতীয় ময়লা-আবর্জনাকে ধারণ করার জন্যই এরা টিকে আছে। । ।

তাই অহেতুক এদিক-সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের ঐতিহাসিক ক্যাফেটেরিয়ায়....এখানে আপনি পাচ্ছেন নামমাত্র মূল্যে (ডাহা মিথ্যা কথা) লাঞ্চ করার সুযোগ। । তবে খাবার খেয়ে ওয়ারস্যালাইন কেনার হিড়িক পড়লে কিংবা প্রবেশ পথে rag-corner এ নাজেহাল হলে কর্তৃপক্ষ কোনক্রমেই দায়ী নয়। । ।

"হায় জ্বালা জ্বালা এ অন্তরে" (মাইলসের গান) কি, শরীরের তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে গেছে- কেন বুঝতে পারছেন না??very simple reason, আপনি ভুল করে কোনsessional class এ ঢুকে পড়েছেন। । । আপনারই যদি এই অবস্থঅ হয়, তাহলে যারা দিনের পর দিন এইসব হাবিজাবি করে যাচ্ছে তাদের তাপমাত্রার কথা....ভেবে দেখুন। ।

। পথিক ঐ পথে যেওনাকো তুমি বলোনাকো কথা তুমি তাহাদের সাথে। । । বিশেষ কারণে আমি একটু নিচুস্বরে কথা বলতে বাধ্য হচ্ছি।

। বলছিলাম বুয়েটের বিভিন্ন আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা "চিপা"সমূহের কথা। । "চিপা"...বলতে কী বোঝায় এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল থাকলেও সঠিক অর্থ এখনো অনাবিষ্কৃত। ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় কপোত-কপোতীর স্বীকারোক্তি অনুযায়ী "চিপা" হচ্ছে সেই স্থান যেখানে আইনস্টাইনের theory of relativity অনুসরণ করে শুধুই দুজন দুজনার হয়ে অগণন মুহূর্ত কাটিয়ে দেয়া যায়। । অতএব পথিক, সাবধান!!!! আমি খুজছি, আমি খুজছি তোমার ঠিকানা অলি-গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছিনা। । (শিল্পী-মৌসুমী ভৌমিক) ভাইরে, এইতো ফেসে গেছেন, একেবারে OAB তে এসে পড়েছেন; কিভাবে বের হবেন একমাত্র আল্লাহ মাবূদ জানেন,কারণ OAB'র গোলকধাধা ভাঙতে আমার নিজেরই পুরা ৪টা টার্ম লাগছে।

। সেক্ষেত্রে সতর্কতা হিসেবে আগে থেকেই আমাদের দারোয়ান মামাদের cell numberসংগ্রহে রাখেন, কামিয়াবী হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ। । তুমি কি এমনি করে থাকবে দূরে আমার এ মনও মানেনা, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশিরও সুরে.... (শিল্পী-শ্যামল মিত্র) সত্যি, এ এক আজিব তামাশা। ।

বারমুডা ট্রায়াঙ্গেলের মত বুয়েটেও এমন এক জায়গার সন্ধান পেয়েছি যেখানে আসামাত্র হৃদয়ে বাঁশির সুর বেজে উঠে, বলার অপেক্ষা রাখেনা সেটি আমাদের সবেধন নীলমনি ছাত্রী হল। । কি, বিশ্বাস হচ্ছেনা??ত্হলে নিজেই পরখ করে দেখুন!!তবে সাবধান, কারণ.. ছাত্রী হলটা মনোলোভা, কিন্তু পরিবেশ বেমানান ভিতরে তাহার শত অপ্সরা, বাহিরে??-দারোয়ান!! (ওরে বাপরে) এক-দো-তিন-চার-পাঁচ-ছয়-সাত-আট নয় -দশ-গেরা-বারা-তেরা আজা তেরা.....(হিন্দি গান) দেরিতে হলেও আপনি বুয়েট অডিটরিয়াম ঠিকই খুজে পেয়েছেন। কথিত আছে বুয়েটের পোলাপান নানান আজাইরা কাজে প্রায়ই এর অপব্যবহার করে থাকে( যেমন আজ) দুঃখিত আর বলা যাচ্ছেনা, আমাদের প‌্যাকেজ এখানেই সমাপ্ত। ।

বাকিটা জানতে হলে ক্যাফের সামনে থেকে আমাদের অনুমোদিত ডিলারের কাছে থেকে এটি কিনতে হবে। । সে পর্যন্ত বিদায়। । ।

ও ভালো কথা, যাওয়ার আগে ২লাইন কবিতা বলে যাই তুমি আমার বিশ্বাসে নাই, তবু আছো অন্তরে তোমার সঙ্গে দেখা হবে-পলাশীর প্রান্তরে। । তবে ঐতিহাসিক পলাশী নয়, আমাদের পলাশী বাজারে, চোথা হাতে। শুভরাত্রি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।