সে আসেনি বুকের বাঁ পাশে বোঝেনি সহজ কমল আহবান সে আসেনি মেদুর গ্রীবা ভঙ্গির আহবানে উদ্ধত ,মুখের জবানি সে আসেনি অনতি দূরে সহজ সরল আলোকিত জলপথে সে আসেনি এমনকি ক্লেদাক্ত মেঠো পথে, বিবর্ণ তুষার যাত্রায় তাকে কেউ দেখেনি হিমের আঘাতে নুয়ে যেতে তার পর ও সে আসেনি রজত জয়ন্তী পার হয়ে সুবর্ণ জয়ন্তী অবধি সে আসেনি, নাই বা আসুক খাতা শূন্য ,প্রাপ্তি নগণ্য সহজ সরল ছবি শূন্য তাই সত্যতা পূর্ণতায় রিক্ততা সত্যায়িত বাই কবি ...........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।