আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সত্যায়িত করে দেই...(ক্ষুদ্র কটাক্ষ রচনা) সৈয়দ রাকিব

স্বপ্ন দেখতে ভালবাসি...দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমরা আমাদের স্বপ্নের সমান বড়...

জনগন ই নাকি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। কথাটি প্রায়ই শুনতেপাই...। বিশেষ করে বাংলাদেশ বেতার আর নেতা দের ভাষনে...একটু ভাবুন তো আপনি আমি আমরা কি আসলেই জনগন? না অন্য কিছু ! নিজের প্রয়োজন ছাড়া আমরা কি আদৌ কোন কাজ করি... না করব ? এই যে গ্যাস এর দাম দেড়গুন বাড়াতে পরিবহন ভাড়া বেড়েছে অনেকগুন, আসলে কে ভুক্তভোগি এই আমার আপনার মত ক্ষমতাবান জনগন। এই আমি ই বা এত কথা বলার কে...? আমি নিজেও তো সেই দলেরই একজন। মুখে দুর্নীতি দূর করার কথা বলি আর সারাদিন দুর্নীতির নতুন নতুন ফন্দি আবিস্কার করার চেষ্টা করি... আর যখনি প্রয়োজন হয় ছবির পেছনে সরকারী কোন অফিসার কিংবা ওয়ার্ড কমিশনার এর সীল দিয়ে নিজের মিথ্যায়িত চরিত্র কে সত্যায়িত করি...যতদুর জানি রাষ্টীয় নিরাপত্তার জন্য নিয়োগ বা অন্যান্য কাজে অনেক ধরনের ভেরিফিকেশন এর ব্যবস্থা আছে যা রাষ্টীয় গোয়েন্দা রা করে থাকেন।

একবার ভাবতে অনুরোধ করছি সবাই কে, আদৌ কি কখনও সাধারন কাজে ব্যবহৃত বিভিন্ন ছবি কার দ্বারা সত্যায়িত এই সব ভেরিফিকেশন করা হয় ..!!! যে এটি কোন অফিসার এর..? তার পোষ্টিং কোথায় ? যদি তা নাই হয় তাহলে কেন আমরা ছোট ছোট কোমল মানুষ দের বড় করছি এক্ টি দূর্নীতি শিখিয়ে......তারপর দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হই আকাশ বাতাস কাঁপিয়ে হাহাকার করি... আজকাল বেশিরভাগ ছাত্র/ছাত্রী দের কাছেই থাকে ১ টি বা একাধিক সীল, যা দিয়ে সে যখন খুশি যাকে খুশী সত্যায়িত করে দেয়... যদি কোন ব্লগার ভাই/আপু কিংবা অন্য কেউ এটি পড়ে থাকেন যার নিজের ক্ষমতা থাক বা না থাক সবার ই তো চাচা, মামা, খালু, ফুপা কেউ না কেউ ক্ষমতাবান আছেন... তাদের কে এই কথাটি অন্তত বলি, আসুন আমরা দেশ থেকে এই দুর্নীতি টি দূর করি... এই জন্য খুব বেশি টাকা খরচ হবে না... এক টি সরকারী আদেশ/প্রজ্ঞাপন ই যথেস্ট......। তাহলে সত্যায়িত হতে গিয়ে হয়ত আর আমাদের মিথ্যায়িত হতে হবে না... তেমনি বাংলাদেশ চিরজীবি হোক এটি বলতে বলতে মুখে ফেনা তুলতে হবে না......। কারন আমরা দেশ কে ভালবাসি অন্তর দিয়ে। আর আমার দেশ চিরজীবি হবেই। মহান প্রভু আমাদের সহায় হোন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।