বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি সকল প্রশাসনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক আবেদনপত্রে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হয়। যেখানে পরবর্তী সময়ে মূল কপিগুলো দেখা হয়, সেখানে ফটোকপির সত্যায়িত করার আদৌ প্রয়োজন আছে কিনা বুঝি না। সত্যায়িত করার ক্ষেত্রে উল্লেখ থাকে প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এক্ষেত্রে প্রথম শ্রেণীর অফিসাররা এটাকে ক্ষমতা হিসেবে নিয়ে সত্যায়িতকারীদের সঙ্গে অনাকাঙিক্ষত আচরণ করেন, যা কখনো কাম্য নয়। আমি বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে উপজেলা সমাজসেবা অফিসারের কাছে গেলাম।
পিয়ন বললেন। । পরে আসতে হবে স্যার এখন ব্যস্ত আছে। গেলাম মৎস্য অফিসারের কাছে। তিনি অফিসে নেই।
। গেছেন পুকুর পরিদর্শনে। তারপর ভেটেরিনারি সার্জনের কাছে গিয়ে দেখি অনেক লোক তাদের সমস্যা নিয়ে এসেছে। তার মধ্যেই আমি অনেক অনুরোধ করে জানাই যে, আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম জমা দেবো। কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে।
তিনি বলেন, আমি এখন বাইরে যাবো, সময় নেই। অনেক বলার পর কয়েকটা সত্যায়িত করে তাড়াতাড়ি চলে যান। এই রকম বিড়ম্বনার শিকার হয়ে অধিকাংশ মানুষ সত্যায়িত সিল ও প্যাড কিনে নিজেরাই ঘরে বসে ইচ্ছেমতো সত্যায়িত করে নেন। সত্যতা কতটুকু আছে এর? যেখানে মূল কপির তথ্য যাচাইয়ে ভুল প্রমাণিত হলে প্রার্থী অযোগ্য বলে বাতিল হয়ে যায়, তাহলে সত্যায়িত হতে হবে উল্লেখ করে ঝামেলা বাড়ানোর কী দরকার? এটা না করলেই কি নয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।