আমাদের কথা খুঁজে নিন

   

গৌরনদীতে পুলিশ ক্যাম্পে ছাত্রলীগ নেতার হামলা, আসামি ছিনতাই

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। সোমবার দুপুর ১২টায় উপজেলার টরকীবন্দর পুলিশ ক্যাম্পে এ হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। টরকীবন্দর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সোবাহান হাওলাদার বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টার দিকে টরকী বন্দরের ব্যবসায়ী মো. দেলোয়ার সন্যামতের মুদি দোকান থেকে বস্তা ভর্তি হলুদ চুরি হয়। এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা মোজাফফর হোসেন (৪৫) নামে একজনকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে চোরাই বস্তাভর্তি হলুদও উদ্ধার করা হয়।

দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন সরদার ৪/৫ জন সহযোগীসহ পুলিশ ক্যাম্পে আসেন এবং মোজাফফর হোসেনকে ছেড়ে দিতে বলেন। তারা (পুলিশ) আসামি ছাড়তে অপরাগতা প্রকাশ করলে পুলিশের সাথে স্বপন ও তার সহযোগীদের তর্ক বাধে। এক পর্যায়ে তারা ক্যাম্পে কর্তব্যরত কনস্টেবল অপূর্ব দাসকে (৩০) মারধর করে তার ইউনিফর্ম ছিড়ে ফেলে। তাকে রক্ষায় এগিয়ে এলে অপর কনস্টেবল শাহাদাত হোসেনকেও (২৮) মারধর করে তারা। পরে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন সরদার। বাংলানিউজকে তিনি বলেন, ‘চোর ধরা পড়েছে এমন খবর শুনে টরকী বন্দর পুলিশ ক্যাম্পে গেলে পুলিশ আমাকে লাঞ্ছিত করে। ’ গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘ছিনিয়ে নেওয়া আসামি ফিরিয়ে দেওয়া না হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।