আমাদের কথা খুঁজে নিন

   

গৌরনদীতে অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণ, বোরো ক্ষেত ফেটে চৌচির

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া, চাদশী বার্থী  ইউনিয়ন ও পৌরসভায় বরিশাল এলজিইডি ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীনে অপরিকল্পিতভাবে পাঁচটি স্লুইসগেট নির্মাণ করে। এলজিইডি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ২০০১-২০০২ অর্থ বছরে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের কালনা খাল, ৩৬ লাখ টাকা ব্যয়ে মোল্লার খাল স্লুইসগেট, ৬০ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ পিংলাকাঠী, ৪৫ লাখ টাকা ব্যায়ে বার্থী ইউনিয়নের বার্থী খাল ও সোয়া দুই কোটি টাকা ব্যয়ে পৌরসভার গয়নাঘাট খালের সংযোগ মুখে স্লুইচগেট নির্মাণ করা হয়।

গৌরনদী উপজেলার কৃষি অফিস ও ভুক্তভোগী কৃষকরা জানান, ওই খালগুলোতে  অপরিকল্পিতভাবে স্লুইসগেট নির্মাণ করায় সেচ সুবিধার পরিবর্তে সেচ সংকটে পড়েছে। খালগুলো পানিশূন্য হওয়ায় চলতি বছর নলচিড়া ইউনিয়নের কালনা, উত্তর কালনা, পিংলাকাঠ, দক্ষিণ পিংলাকাঠী, মোলালার খাল, বার্থী ইউনিয়নের বার্থী, পশ্চিম বার্থী, চাদশী ইউনিয়নরে চাদশী, উত্তর চাদশী ও পৌরসভার গোবর্ধনসহ ১০টি গ্রামের  প্রায় সাড়ে ৮শত হেক্টর জমিতে ২০ হাজার কৃষক বোরো চাষে হিমসিম খাচ্ছে।

তাই স্লুইচগেট অপসারণ করে জনগুরুত্বপূর্ণ খালটিতে পানি চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা । প্রয়জনীয়র তুলনায় জমিতে কম পানি দিতে পারায় জমি শুকিয়ে গেছে। অনেক বোরো ক্ষেত ফেটে চৌচির  হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।