আমাদের কথা খুঁজে নিন

   

গৌরনদীতে জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মো. আলাউদ্দিন। দুজনই উপজেলা জামায়াতের সাবেক আমীর।
শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
হরতালকে কেন্দ্র করে জামায়াতের এই দুই নেতা নাশকতা ঘটাতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।