প্রকাশিত সংবাদের জের ধরে আজ দুপুরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামানের উপর হামলা চালিয়েছে।
সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করে এবং বাম পা ভাঙ্গার চষ্টে করে। আহত সাংবাদিককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাংবাদিকের হামলার পর থেকে গৌরনদীর সকল সাংবাদিকদের মধ্যে আতংক বিরাজ করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, আজ সমকাল পত্রিকা সহ বেস কটি জাতিয় দৈনিক পত্রিকায় 'গৌরনদীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা' প্রকাশিত সংবাদের জের ধরে সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জোবায়েরুল ইসলাম ছান্টু ভূইয়ার নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডার ফিরোজ সরদার (৩৮) শাহীন (৪০) তুহীন (৩৫)সহ ৭/৮ জন সন্ত্রাসী আজ দুপুর দুইটায় গৌরনদী বাসষ্টান্ডের দক্ষিন পাশে দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরের উপর হামলা চালায়।
খোন্দকার মনিরুজ্জামান মনির অভিযোগ করে জানান, জোবায়েরুল ইসলাম ছান্টু ভূইয়ার নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডার ফিরোজ সরদার (৩৮) শাহীন (৪০) তুহীন (৩৫) সহ ৭/৮ জন একদল সন্ত্রাসী লাঠিসোটা ও পাকল দিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং তার বাম পা ভাঙ্গার চেষ্টা করে । এতে বাম পাটি ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জোবায়েরুল ইসলাম ছান্টু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন।
গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ প্রসঙ্গে বলেন, সাংবাদিককের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।