আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাঁধাঁ: পারলে করুন দেখি -১৯

গান গাই, আর মনরে বুঝাই অনেক অনেক দিন পর রস-কসহীন নাঈমুল হাসান আবার আসিল তাহার স্বরূপে নিরস ধাঁধাঁ লইয়া মাঝে সে মনে গগনচুম্বী আশা বাঁধিয়া একটু ব্যতিক্রমি পোস্ট লইয়া হাজির হইয়াছিলো যদি সরস ব্যক্তিবর্গের নিকট হইতে 'বেইল' নামক বস্তুটি অল্প হইলেও পাওয়া যায়...কিন্তু হায়! তাহারা যে এই নরাধমের নিকট ধাঁধাঁই খুজিয়া যাইতেছে নাঈমুল হাসানের বোধকরি আর সরস হওয়া হইলো না যাহোক, এবার কাজের কথায় আসি উপরের ছবি দুটো খেয়াল করুন। বাম দিকের ছবিতে পাশাপাশি দুটি সংখ্যার সর্বোচ্চ যোগফল, য = (৪+৩) = ৭। কিন্তু ডান দিকের ছবিতে ভিন্ন বিন্যাসে পাশাপাশি দুটি সংখ্যার সর্বোচ্চ যোগফল, য = (৪+২) = ৬। সুতরাং, ২*২ বর্গে য এর সর্বনিম্ন মান হলো ৬। প্রশ্ন হলো ১০*১০ বর্গে য এর সর্বনিম্ন মান কতো? তাহলে শুরু হয়ে যাক আজকের যুদ্ধ দেখা যাক কে আগে পারেন বিশেষ দ্রস্টব্য: দুটি সংখ্যা বর্ডার শেয়ার করা মানেই তারা পাশাপাশি আছে।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.