আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি মজার ধাঁধাঁ? পর্ব-৪

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

১। আপনাকে আপনি দেখতে চান। কোন আয়না ব্যবহার না করে কি ভাবে সম্ভব। ২।

চারটি মেয়ে তাদের নিজেদের বয়সের গড় নির্ণয় করতে চাইছে। কিন্তু সমস্যা হল, তারা কেউই নিজের বয়স অন্য কাউকে জানাতে রাজি নয়। নিজের বয়স একে অন্যকে না জানিয়ে তারা কিভাবে তাদের বয়সের গড় নির্ণয় করতে পারবে? ৩। বেশ কিছুদিন আগে একটি মাদারের নাম্বার খুব ডিস্টার্ব করছিল। একটু পর পর নাম্বারটি মিস্ কল দিত।

মিস্ কল দেওয়ার কারন জানার জন্য নাম্বারটিতে বেশ কয়েকবার কল দিলাম। কিন্তু সমস্যা হল ফাজিল ব্যাটা কল রিসিভ করে না। এরপর ভাবলাম, ম্যাসেজ পাঠালে হয়ত কাজ হতে পারে। তাই তাকে ম্যাসেজ পাঠালাম, "Who r u"। সে জবাব দিল, "your father, mother, brother, sister"।

বুঝলাম ব্যাটা শুধু ফাজিল না, আসলে মহা ফাজিল। এরপর সে কোন দেশী তা জানতে চেয়ে ম্যাসেজ পাঠালাম। সে জবাব দিল, "i am a libyan"। কিন্তু আমি সাথে সাথে বুঝে গেলাম যে, লোকটি বাংলাদেশী। কিভাবে বুঝেছিলাম? মাদারের নাম্বার - লিবিয়াতে দুটি মোবাইল ফোন অপারেটার আছে, একটি লিবিয়ানা‎(Libyana) অন্যটি মাদার(Madar)।

৪। জেনিশার আব্বু তার প্রতি জন্মদিনে এক হাজার টাকা করে ব্যাংকে জমা করেন। কিন্তু জেনিশার যখন ১৮ বছর পূর্ন হল দেখা গেলো অ্যাকাউন্টে মাত্র চার হাজার টাকা জমা আছে। কারনটা কি??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.