আমাদের কথা খুঁজে নিন

   

গণিতের মজার এপ্লিকেশন

কি লিখবো চিন্তা করছি........

সর্বেসর্বা ‘এক’ আজ সবাইকে গণিতের একটি মজার ট্রিক্স দেখাবো। ট্রিক্সটি হলো মনে মনে আপনি যে সংখ্যাই ভাবেননা কেন শেষ পর্যন্ত তা ‘১’ হয়ে যাবে………. আসুন দেখি ব্যাপারটা আসলেই সম্ভব নাকি ফাউ……… “একটি সংখ্যা কল্পনা করি। তার সাথে ৩ যোগ করে ২ দ্বারা গুণ করি। এবার নতুন সংখ্যাটিকে ৪ থেকে বিয়োগ করে ২ দ্বারা ভাগ করি। প্রাপ্ত সংখ্যাটি থেকে কল্পনা করা প্রথম সংখ্যাটিকে বিয়োগ করি………” উওরটি কত ? নিশ্চয়ই ১… খুচিয়ে খুচিয়ে বের করে নিন টেলিফোন নাম্বার একটা বয়স যায় যখন টেলিফোন নাম্বারের জন্য ছুটাছুটি একটু বেশিই করা হয়।

একটু গণিতের সাহায্য নিলে কিন্তু এতো কষ্ট করার প্রয়োজন পরেনা। আর এতে একটা বড় সুবিধা হলো এক ঢিলে দুই পাখি মারা যাবে………… আসুন সেই মহা টেকনিকটি এক পলক দেখে নিই… ধরি,আপনার টেলিফোন নাম্বারটি ০২-৭৪৩-৪৯৯০। টেলিফোন নাম্বারের প্রথম তিন ডিজিটের সাথে ৮০ গুণ করুন (এরিয়া কোড বাদে)। ৭৪৩×৮০=৫৯৪৪০, প্রাপ্ত সংখ্যাটির সাথে ১ যোগ করে ২৫০ দ্বারা গুন করুন তাহলে দাড়ায় ৫৯৪৪০+১=৫৯৪৪১×২৫০=১৪৮৬০২৫০,এবার টেলিফোন নাম্বারের শেষ চার ডিজিটের সাথে এই সংখ্যাটি দুইবার যোগ করি। তার মানে বুঝলেন না? ব্যাপারটি হলো, ১৪৮৬০২৫০+৪৯৯০+৪৯৯০ ফল দাঁড়ায় ১৪৮৭০২৩০, এবার ১৪৮৭০২৩০ কে ২৫০ থেকে বিয়োগ করে ২ দ্বারা ভাগ করি।

১৪৮৭০২৩০-২৫০=১৪৮৬৯৯৮০/২=৭৪৩৪৯৯০। দেখুনতো ফলাফলের সংখ্যা গুলো প্রথমে ধরে নেয়া নাম্বারটির সাথে মিলে কিনা ? মূল ব্যাপারটি হলো- তিনটি সংখ্যা যদি abc হয়… ধাপ ১ – abc ধাপ ২ – ৮০( abc) ধাপ ৩ – ৮০( abc)+১ ধাপ ৪ – ২৫০{৮০( abc)+১}, বা, ২০,০০০(abc)+২৫০ ধাপ ৫ – ২০,০০০(abc)+২৫০+defg ধাপ ৬ – ২০,০০০(abc)+২৫০+defg+defg ধাপ ৭ – ২০,০০০(abc)+২ (defg) ধাপ ৮ – ১০,০০০(abc)+defg বা, abcdefg এবার নিশ্চয়ই ব্যাপারটি পরিষ্কার?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।