ভবিষ্যতে স্মার্ট ছুরির সাহায্যেই শনাক্ত করা যাবে ক্যান্সার টিসু। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, প্রচলিত ল্যাব টেস্টের চেয়ে অনেক কম সময়ে ক্যান্সার টিসু শনাক্ত করবে এই ছুরি।
ছুরিটির নাম দেওয়া হয়েছে ইনটেলিজেন্ট নাইফ, সংক্ষেপে আইনাইফ।
আইনাইফ নামের ছুরিটি তিন সেকেন্ডের মধ্যেই ঠিকভাবে শনাক্ত করতে পারে ক্যান্সার টিসু। ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষক জোলটান টাকাটস উদ্ভাবন করেন এটি।
প্রচলিত পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও ঠিকভাবে ক্যান্সার টিসু শনাক্ত করা সম্ভব হয় না।
ইলেক্ট্রোসার্জিকাল ছুরি দিয়ে ক্যান্সার টিসু কাটার সময় খুব সামান্য ধোঁয়া তৈরি হয়। টাকাটস ওই ধোঁয়া পরীক্ষা করে ক্যান্সারাস টিসু শনাক্তের পদ্ধতি উদ্ভাবন করেন, যাতে সময় লাগে তিন মিনিটেরও কম। ফলে অস্ত্রোপচারের সময়েই ডাক্তাররা প্রয়োজনমতো সুস্থ টিসু রেখে ক্যান্সারআক্রান্ত টিসুগুলো অপসারণ করতে পারেন।
পরীক্ষার দেখা গেছে, রোগীর শরীরের ৮১টি টিসুর নমুনা থেকে ১০০% ঠিকভাবে ক্যান্সার নির্ণয় করতে সক্ষম হয়েছে ছুরিটি।
তবে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু না হওয়ায় ছুরিটি এখনও ব্যয়বহুল। প্রায় তিন লাখ ৮০ হাজার ডলার ব্যয় করতে হবে এই ছুরিটির জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।