আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের ছেলেদের নষ্ট ছেলে বলার আগে নিজের ছেলেরা কেমন সেটা ভাবুন ।

আপনার দুই পুত্রকে কিভাবে মানুষ করেছেন আর বড় হয়ে তারা কি করছে , তাদের অপকর্ম সম্পর্কে আপনি নিশ্চয় অবগত আছেন । অন্যের ছেলেদের নষ্ট ছেলে বলার আগে নিজের ছেলেরা কেমন সেটা ভাবুন । আমি শাহ বাগে গিয়েছি , আমাকে নাস্তিক বলার খালেদায় কে ? সে যে শিক্ষা , আচার আচরণ , জীবন যাপন , পোষাক পরিচ্ছদ গেটআপ মেকআপ নিয়ে আমাকে নাস্তিক বলছেন আমি তাহলে তাকে মুরতাদ ঘোষণা করতে পারি । অতীতেও সে মসজিদে উলুধ্বনি , দেশ ইন্ডিয়া হয়ে যাবে এই রেকর্ড বাজিয়েছেন । এই গুলায় মনে হয়না কাজ হবে । তার চাইতে এটা ,ট্রাই করতে পারেন; তারেক চুরা প্রধান মন্ত্রী , গুয়াজম প্রেসিডেন্ট । তাহলে কাজ হতেও পারে । বিশিষ্ট ওয়ায়েজিন মোহতারেমা খালেদা মন্দির প্রাঙ্গণে যে ওয়াজ ফরমাইলেন এটা ইসলাম ধর্মের চরম অবমাননা । এইজন্য হেফাজতে ইসলামের কাছে খালেদার ইসলামী শরিয়াহ অনুযায়ী কয় শত দোররা বা আর কোন শাস্তি পাওনা জানতে চাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।